আরও ৬৬ হাজার লিটার তেল জব্দ
রূপান্তর ডেস্ক | ১৫ মে, ২০২২ ০০:০০
ভোজ্য তেলের দাম বাড়ানোর পর বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে মজুদ করা আরও প্রায় ৬৬ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ও এর আগের দিন শুক্রবার চট্টগ্রামসহ দেশের সাত জেলায় অভিযান চালানো হয়। এর মধ্যে জয়পুরহাটে ৪৩ হাজার ৬৫৬ লিটার জব্দ করা হয়। তেল মজুদের দায়ে ছয় জেলায় কয়েক ব্যবসায়ীকে ৮ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত পাঁচ দিনে সারা দেশে অন্তত ৭ লাখ লিটার তেল জব্দ করা হয়।
জব্দ করা এসব তেল ঈদের আগে থেকে মজুদ করা। ঈদের পর দাম বাড়ালে গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কেউ কেউ বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রি করছিলেন। ভোজ্য তেল নিয়ে এমন কারসাজি করে গত কয়েক দিনে অন্তত ১৬০ কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, গতকাল শহরের মারোয়াড়ি পট্টি ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল জব্দ করা হয়। মারোয়াড়ি পট্টি এলাকার পদ্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী পুরুষোত্তম ও ধানমন্ডির ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুরুষোত্তমের গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার পাম তেল এবং ফারুকের গুদাম থেকে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন, পাম ও সরিষার তেল জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহাকারী পরিচালক ফজলে এলাহী।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, ওই উপজেলার মুন্সীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক আল আমীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে রেখে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এ অভিযান চলমান থাকবে।’
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে উপজেলার জোনাইল বাজারের পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। বাজারের রুপম স্টোর থেকে ১ হাজার লিটার তেল জব্দ করে ১ লাখ টাকা ও দেবাশীষ স্টোর থেকে সাড়ে ৪ হাজার লিটার তেল জব্দ করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোল্লা স্টোর থেকে ৪০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার টাকা, মিতা স্টোর থেকে ৬০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার টাকা, বিধান স্টোর থেকে ১০০ লিটার তেল জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখার দায়ে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সরকার অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে ৩০০ লিটার বোতলজাত ও ৩ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এ ছাড়া বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রির দায়ে এ প্রতিষ্ঠানের মালিক মঞ্জু হাজীকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখার দায়ে একই বাজারের মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ হোসেনকে ৩০ হাজার টাকা, ভাই ভাই খাদ্য ভান্ডারের মালিক অশোক কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
এ ছাড়া উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী এলাকার মেসার্স অর্ণব ট্রেডার্স ও মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্স গুদামে অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেটের জামাল এন্টারপ্রাইজ ও হোসেন এন্টারপ্রাইজ নামে দুটি দোকানের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার। দুটি গুদাম থেকে দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুদের অভিযোগে দুই দোকানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার। এ সময় মজুদদার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে বেশি দামে তেল বিক্রি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স সোহেল স্টোর, মেসার্স ব্রজলাল স্টোর, মেসার্স সুমন স্টোর ও মেসার্স প-িত স্টোর। এর আগে বৃহস্পতিবার চুনারুঘাট সদরের মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিবারণ স্টোর নামে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন গুদাম থেকে ১৫০০ লিটার সয়াবিন জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল দুপুরে মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী অ্যান্ড সন্স নামে একটি কনফেকশনারির দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকানের গুদাম থেকে এক ও দুই লিটারের বোতলসহ মোট ৯৫ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদের দায়ে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৫ মে, ২০২২ ০০:০০

ভোজ্য তেলের দাম বাড়ানোর পর বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে মজুদ করা আরও প্রায় ৬৬ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ও এর আগের দিন শুক্রবার চট্টগ্রামসহ দেশের সাত জেলায় অভিযান চালানো হয়। এর মধ্যে জয়পুরহাটে ৪৩ হাজার ৬৫৬ লিটার জব্দ করা হয়। তেল মজুদের দায়ে ছয় জেলায় কয়েক ব্যবসায়ীকে ৮ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত পাঁচ দিনে সারা দেশে অন্তত ৭ লাখ লিটার তেল জব্দ করা হয়।
জব্দ করা এসব তেল ঈদের আগে থেকে মজুদ করা। ঈদের পর দাম বাড়ালে গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কেউ কেউ বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রি করছিলেন। ভোজ্য তেল নিয়ে এমন কারসাজি করে গত কয়েক দিনে অন্তত ১৬০ কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, গতকাল শহরের মারোয়াড়ি পট্টি ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল জব্দ করা হয়। মারোয়াড়ি পট্টি এলাকার পদ্মা ট্রেডার্সের স্বত্বাধিকারী পুরুষোত্তম ও ধানমন্ডির ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক সরদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুরুষোত্তমের গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার পাম তেল এবং ফারুকের গুদাম থেকে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন, পাম ও সরিষার তেল জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহাকারী পরিচালক ফজলে এলাহী।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, ওই উপজেলার মুন্সীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক আল আমীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে রেখে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এ অভিযান চলমান থাকবে।’
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, শুক্রবার রাতে উপজেলার জোনাইল বাজারের পাঁচটি দোকানে অভিযান চালানো হয়। বাজারের রুপম স্টোর থেকে ১ হাজার লিটার তেল জব্দ করে ১ লাখ টাকা ও দেবাশীষ স্টোর থেকে সাড়ে ৪ হাজার লিটার তেল জব্দ করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোল্লা স্টোর থেকে ৪০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার টাকা, মিতা স্টোর থেকে ৬০০ লিটার তেল জব্দ করে ২৫ হাজার টাকা, বিধান স্টোর থেকে ১০০ লিটার তেল জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখার দায়ে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সরকার অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে ৩০০ লিটার বোতলজাত ও ৩ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এ ছাড়া বোতলজাত তেল খুলে বেশি দামে বিক্রির দায়ে এ প্রতিষ্ঠানের মালিক মঞ্জু হাজীকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া সয়াবিন তেল বেশি দামে বিক্রি ও মজুদ রাখার দায়ে একই বাজারের মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ হোসেনকে ৩০ হাজার টাকা, ভাই ভাই খাদ্য ভান্ডারের মালিক অশোক কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
এ ছাড়া উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী এলাকার মেসার্স অর্ণব ট্রেডার্স ও মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্স গুদামে অভিযান চালিয়ে প্রায় ২৬ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেটের জামাল এন্টারপ্রাইজ ও হোসেন এন্টারপ্রাইজ নামে দুটি দোকানের গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার। দুটি গুদাম থেকে দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুদের অভিযোগে দুই দোকানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার। এ সময় মজুদদার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে বেশি দামে তেল বিক্রি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স সোহেল স্টোর, মেসার্স ব্রজলাল স্টোর, মেসার্স সুমন স্টোর ও মেসার্স প-িত স্টোর। এর আগে বৃহস্পতিবার চুনারুঘাট সদরের মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিবারণ স্টোর নামে পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন গুদাম থেকে ১৫০০ লিটার সয়াবিন জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল দুপুরে মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চ সংলগ্ন উম্মেদ আলী অ্যান্ড সন্স নামে একটি কনফেকশনারির দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকানের গুদাম থেকে এক ও দুই লিটারের বোতলসহ মোট ৯৫ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদের দায়ে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।