সালাম দিতে দেরি হওয়ায় ঢাবি ছাত্রকে মারধর ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০০:০০
ছাত্রলীগ কর্মীকে সালাম দিতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের ২৪৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল বুধবার হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মারধরের শিকার সাজ্জাদুল হক। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে মারধরের অভিযোগ উঠা মানিকুর রহমান ওরফে মানিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
সাজ্জাদুল জানান, হলের কক্ষে বসে অনলাইনে টিউশনের ক্লাস নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েক কর্মী তার কক্ষে যান। ক্লাস চলছিল বলে তাদের সালাম-করমর্দন করতে দেরি হয় সাজ্জাদুলের। এই ‘অপরাধে’ তাকে থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মারেন মানিক।
মারধরের ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল সকালে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ মো. মকবুল হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সাজ্জাদুল।
তাকে মারধরের অভিযোগ অস্বীকার না করে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেছেন, সাজ্জাদুলকে মারধরের ঘটনায় অভিযুক্ত মানিকুর রহমান ‘দুঃখপ্রকাশ’ করেছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০২২ ০০:০০

ছাত্রলীগ কর্মীকে সালাম দিতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের ২৪৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল বুধবার হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মারধরের শিকার সাজ্জাদুল হক। তিনি নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে মারধরের অভিযোগ উঠা মানিকুর রহমান ওরফে মানিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
সাজ্জাদুল জানান, হলের কক্ষে বসে অনলাইনে টিউশনের ক্লাস নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েক কর্মী তার কক্ষে যান। ক্লাস চলছিল বলে তাদের সালাম-করমর্দন করতে দেরি হয় সাজ্জাদুলের। এই ‘অপরাধে’ তাকে থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মারেন মানিক।
মারধরের ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল সকালে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ মো. মকবুল হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান সাজ্জাদুল।
তাকে মারধরের অভিযোগ অস্বীকার না করে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেছেন, সাজ্জাদুলকে মারধরের ঘটনায় অভিযুক্ত মানিকুর রহমান ‘দুঃখপ্রকাশ’ করেছেন।