৪ মাস পর শনাক্ত এক হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। চার মাস পর সবশেষ ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবারও এক হাজার ছাড়িয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন এবং মারা গেছে একজন। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এর চেয়ে বেশি ১ হাজার ৪০৬ রোগী শনাক্ত হয়েছিল। সেদিন মৃত্যু হয়েছিল ১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৩৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্ত হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ। এর আগে ১৫ ফেব্রুয়ারি এর বেশি দৈনিক শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত মঙ্গলবার এ হার ছিল ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত রোগীর মধ্যে ১ হাজার ৬৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। বাকি রোগী দেশের অন্যান্য জেলার। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের ২৩টি জেলায় করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে ব্যতিক্রম শুধু রংপুর বিভাগে। এ বিভাগের কোনো জেলায় নতুন রোগী পাওয়া যায়নি। দেশে নতুন রোগী ও মৃত্যু নিয়ে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন এবং মারা গেছে ২৯ হাজার ১৩৪ জন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। চার মাস পর সবশেষ ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবারও এক হাজার ছাড়িয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন এবং মারা গেছে একজন। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এর চেয়ে বেশি ১ হাজার ৪০৬ রোগী শনাক্ত হয়েছিল। সেদিন মৃত্যু হয়েছিল ১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৩৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্ত হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ। এর আগে ১৫ ফেব্রুয়ারি এর বেশি দৈনিক শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত মঙ্গলবার এ হার ছিল ১১ দশমিক শূন্য ৩ শতাংশ। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে শনাক্ত রোগীর মধ্যে ১ হাজার ৬৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। বাকি রোগী দেশের অন্যান্য জেলার। এর মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের ২৩টি জেলায় করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে। তবে ব্যতিক্রম শুধু রংপুর বিভাগে। এ বিভাগের কোনো জেলায় নতুন রোগী পাওয়া যায়নি। দেশে নতুন রোগী ও মৃত্যু নিয়ে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন এবং মারা গেছে ২৯ হাজার ১৩৪ জন।