বন্যার্তদের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় জরুরিভাবে ২ কোটি ২৮ লাখ টাকা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। গতকাল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, সহায়তার এ অর্থ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করার মধ্য দিয়ে বিতরণ করা হবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, ‘এই অঞ্চলের কোনো কোনো এলাকায় ১২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে বন্যার পানি দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বন্যার্তদের সহায়তায় ৫ কোটি টাকার বেশি বরাদ্দ দিল ব্রিটেন : সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য আরও ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ডের (৫ কোটি টাকার বেশি) জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে ব্রিটেন। এ নিয়ে সাম্প্রতিক বন্যায় ত্রাণ প্রচেষ্টায় যুক্তরাজ্যের অবদান ৬ লাখ ৩৬ হাজার ৫৪৮ পাউন্ডে (৭ কোটি টাকার বেশি) পৌঁছেছে।
গতকাল ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার ফলে তারা যে ধ্বংসযজ্ঞ দেখেছে তা দুঃখজনক। আজ আমরা যে নতুন জরুরি তহবিল দিয়েছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি, স্যানিটেশন ও শিক্ষা উপকরণের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’
যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে সরবরাহ করা হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় জরুরিভাবে ২ কোটি ২৮ লাখ টাকা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। গতকাল বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, সহায়তার এ অর্থ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করার মধ্য দিয়ে বিতরণ করা হবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, ‘এই অঞ্চলের কোনো কোনো এলাকায় ১২০ বছরেরও বেশি সময় ধরে এভাবে বন্যার পানি দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র গত ৫০ বছরে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। শুধুমাত্র গত বছরই ইউএসএআইডি ১২০ মিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা এবং অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার দিয়েছে।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বন্যার্তদের সহায়তায় ৫ কোটি টাকার বেশি বরাদ্দ দিল ব্রিটেন : সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য আরও ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ডের (৫ কোটি টাকার বেশি) জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে ব্রিটেন। এ নিয়ে সাম্প্রতিক বন্যায় ত্রাণ প্রচেষ্টায় যুক্তরাজ্যের অবদান ৬ লাখ ৩৬ হাজার ৫৪৮ পাউন্ডে (৭ কোটি টাকার বেশি) পৌঁছেছে।
গতকাল ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়। বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার ফলে তারা যে ধ্বংসযজ্ঞ দেখেছে তা দুঃখজনক। আজ আমরা যে নতুন জরুরি তহবিল দিয়েছি তা নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি, স্যানিটেশন ও শিক্ষা উপকরণের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’
যুক্তরাজ্যের অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে সরবরাহ করা হবে।