হাসপাতালের বারান্দা থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীকে রক্তদানের পর মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিচে পড়ার পর মুমূর্ষু অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় শুভকে মৃত ঘোষণা করেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত শুভ। তার বাবার নাম গোলাম মওলা রিপন।
নিহতের বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ¦রে আক্রান্ত। ২০ দিন ধরে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত দেওয়ার পর সিঁড়ির পাশে বসেছিলেন শুভ। তাকে রেখে রাকিব পাঁচতলায় বোন তানজিলার কাছে যান। সেখান থেকে আবার দ্বিতীয় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢামেকে পাঠিয়ে দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শুভর মরদেহ জরুরি বিভাগ থেকে মর্গে পাঠানো হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিতুমীর কলেজের ছাত্রের মৃত্যু : কুমিল্লার দাউদকান্দিতে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইউসুফ রেজা রফিক (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের চাচা আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল বুধবার সকালে ভাতিজা ইউসুফ পূবালী ব্যাংকের দাউদকান্দি শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিল। বাসে ফেরার পথে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে টাকা নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কুমিল্লা থেকে অচেতন অবস্থায় তিতুমীর কলেজের এক ছাত্রকে জরুরি বিভাগে আনা হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে দুই বাস যাত্রী : গতকাল দুপুর ১টায় বনানীর কাকলীতে ছোট ভাইয়ের বিদেশে যাওয়ার টাকা জমা দিতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। প্রতারকরা তাকে অচেতন করে ২ লাখ টাকা নিয়ে গেছে। একই সময় নারায়ণগঞ্জ থেকে আসা বন্ধন পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মজিত আলী (৫০) নামে এক ব্যবসায়ী সর্বস্ব খুইয়েছেন। তিনি মাছ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যশোর।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীকে রক্তদানের পর মাথা ঘুরে দোতলা থেকে নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিচে পড়ার পর মুমূর্ষু অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টায় শুভকে মৃত ঘোষণা করেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত শুভ। তার বাবার নাম গোলাম মওলা রিপন।
নিহতের বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাদের পাশাপাশি বাড়ি শুভদের। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ¦রে আক্রান্ত। ২০ দিন ধরে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত দেওয়ার পর সিঁড়ির পাশে বসেছিলেন শুভ। তাকে রেখে রাকিব পাঁচতলায় বোন তানজিলার কাছে যান। সেখান থেকে আবার দ্বিতীয় তলায় এসেই শুনতে পান, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ঢামেকে পাঠিয়ে দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শুভর মরদেহ জরুরি বিভাগ থেকে মর্গে পাঠানো হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিতুমীর কলেজের ছাত্রের মৃত্যু : কুমিল্লার দাউদকান্দিতে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইউসুফ রেজা রফিক (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের চাচা আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল বুধবার সকালে ভাতিজা ইউসুফ পূবালী ব্যাংকের দাউদকান্দি শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিল। বাসে ফেরার পথে তাকে অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে টাকা নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কুমিল্লা থেকে অচেতন অবস্থায় তিতুমীর কলেজের এক ছাত্রকে জরুরি বিভাগে আনা হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে দুই বাস যাত্রী : গতকাল দুপুর ১টায় বনানীর কাকলীতে ছোট ভাইয়ের বিদেশে যাওয়ার টাকা জমা দিতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। প্রতারকরা তাকে অচেতন করে ২ লাখ টাকা নিয়ে গেছে। একই সময় নারায়ণগঞ্জ থেকে আসা বন্ধন পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মজিত আলী (৫০) নামে এক ব্যবসায়ী সর্বস্ব খুইয়েছেন। তিনি মাছ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যশোর।