৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৫৭০৮
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন। গতকাল বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে। প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যা আগামী অক্টোবরে হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে জানা যাবে।
গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর, শেষ হয় ২ মার্চ। এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন। গতকাল বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে। প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যা আগামী অক্টোবরে হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে www.bpsc.gov.bd পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে টেলিটক মোবাইল থেকে জানা যাবে।
গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী। এই বিসিএসের মাধ্যমে ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর, শেষ হয় ২ মার্চ। এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ২০ জন ও কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবেন।