নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছনা
জড়িতদের শাস্তি দাবিতে সমাবেশ মানববন্ধন
নড়াইল প্রতিনিধি | ৭ জুলাই, ২০২২ ০০:০০
নড়াইলে কলেজ অধ্যক্ষ লাঞ্ছনার প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলাদা দুটি জায়গায় মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে গতকাল বুধবার বিকালে নড়াইল প্রেস ক্লাবের সামনের সড়কে বাম গণতান্ত্রিক জোট এবং তার আগে দুপুরে আদালত সড়কে সামাজিক সংগঠন ‘নিপীড়নের বিরুদ্ধে নড়াইল’ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এদিকে অধ্যক্ষ লাঞ্ছনার মামলায় গ্রেপ্তার নূরনবীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সদর আমলি আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আমাতুল মোর্শেদা তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি মাহামুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নূরনবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে। গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ৭ জুলাই, ২০২২ ০০:০০

নড়াইলে কলেজ অধ্যক্ষ লাঞ্ছনার প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলাদা দুটি জায়গায় মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। এরমধ্যে গতকাল বুধবার বিকালে নড়াইল প্রেস ক্লাবের সামনের সড়কে বাম গণতান্ত্রিক জোট এবং তার আগে দুপুরে আদালত সড়কে সামাজিক সংগঠন ‘নিপীড়নের বিরুদ্ধে নড়াইল’ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
এদিকে অধ্যক্ষ লাঞ্ছনার মামলায় গ্রেপ্তার নূরনবীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সদর আমলি আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আমাতুল মোর্শেদা তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার ওসি মাহামুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নূরনবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে। গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।