অতিথি না করায় খেলা পণ্ড করলেন চেয়ারম্যান!
লালমনিরহাট প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
লালমনিরহাটের হাতীবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি না করায় খেলা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, চেয়ারম্যান সেলিম উপস্থিত অতিথি ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের টংভাঙ্গা ইউনিয়নের ফাইনাল খেলার আয়োজন করা হয় আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে। দুপুরের মধ্যে বালিকাদের খেলা শেষ হয়। এতে জয়লাভ করে ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বিকেলে বালকদের খেলা শুরু হয়। খেলা চলা অবস্থায় মাঠে উপস্থিত হন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন। তিনি মাঠে ঢুকে দেখেন যে ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম নেই, রয়েছে সভাপতি হিসেবে। তা দেখেই তিনি সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষকদের সবাইকে গালিগালাজ শুরু করেন। পরে খেলাও বন্ধ করে দেন। চেয়ারম্যানের তোপের মুখে খেলাটি অসম্পূর্ণ রেখেই মাঠ ছেড়ে চলে যান সবাই।
এ ব্যাপারে জানতে চাইলে দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী ইসলাম বুলবুল বলেন, ‘খেলা চলাকালে হঠাৎ সেলিম চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় উপস্থিত সকলকে গালিগালাজ করে ও খেলা বন্ধ করে দেয়। ওনাকে প্রধান অতিথি না করায় তিনি রেগে গিয়ে এমন কাজ করেন।’
টুর্নামেন্টে বালিকাদের খেলায় জয়লাভ করা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী বলেন, ‘একটি খেলা শেষ হয়েছে। অপর খেলাটি শেষ না করেই স্থগিত করা হয়েছে। তবে সেটি কেন করা হয়েছে তা জানা নেই।’
তবে ঘটনার সময় আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে উপস্থিত থাকা কয়েক শিক্ষক জানান, বালকদের খেলা চলাকালে চেয়ারম্যান সেলিম মাঠে ঢুকেই সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষকদের গালিগালাজ শুরু করেন। এরপর খেলা বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে খেলাটি অসম্পূর্ণ অবস্থায় স্থগিত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান সেলিম হোসেনের মোবাইল ফোনে গতকাল দিনভর বেশ কয়েকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
হাতীবান্ধা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন মাঠে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘আমাকে প্রধান অতিথি না করে সভাপতি করা হয়েছে কেন?’ এ কথা বলেই খেলা বন্ধ করে দেন তিনি। তাই খেলাটা অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি রাতে। আর ঘটনাটি ঘটেছে বিকেলে। তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নিতাম। ইউনিয়ন পর্যায়ের খেলায় সভাপতি হতে পারেন ইউপি চেয়ারম্যান। প্রধান অতিথির জন্য এটা উনি কখনো করতে পারেন না। যে খেলাটি স্থগিত করা হয়েছে তা পরে সিদ্ধান্ত মোতাবেক আবারও হবে।’
শেয়ার করুন
লালমনিরহাট প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

লালমনিরহাটের হাতীবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি না করায় খেলা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেনের বিরুদ্ধে। শুধু তাই নয়, চেয়ারম্যান সেলিম উপস্থিত অতিথি ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের টংভাঙ্গা ইউনিয়নের ফাইনাল খেলার আয়োজন করা হয় আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে। দুপুরের মধ্যে বালিকাদের খেলা শেষ হয়। এতে জয়লাভ করে ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বিকেলে বালকদের খেলা শুরু হয়। খেলা চলা অবস্থায় মাঠে উপস্থিত হন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন। তিনি মাঠে ঢুকে দেখেন যে ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম নেই, রয়েছে সভাপতি হিসেবে। তা দেখেই তিনি সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষকদের সবাইকে গালিগালাজ শুরু করেন। পরে খেলাও বন্ধ করে দেন। চেয়ারম্যানের তোপের মুখে খেলাটি অসম্পূর্ণ রেখেই মাঠ ছেড়ে চলে যান সবাই।
এ ব্যাপারে জানতে চাইলে দুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী ইসলাম বুলবুল বলেন, ‘খেলা চলাকালে হঠাৎ সেলিম চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় উপস্থিত সকলকে গালিগালাজ করে ও খেলা বন্ধ করে দেয়। ওনাকে প্রধান অতিথি না করায় তিনি রেগে গিয়ে এমন কাজ করেন।’
টুর্নামেন্টে বালিকাদের খেলায় জয়লাভ করা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরনবী বলেন, ‘একটি খেলা শেষ হয়েছে। অপর খেলাটি শেষ না করেই স্থগিত করা হয়েছে। তবে সেটি কেন করা হয়েছে তা জানা নেই।’
তবে ঘটনার সময় আলিমুদ্দিন সরকারি কলেজ মাঠে উপস্থিত থাকা কয়েক শিক্ষক জানান, বালকদের খেলা চলাকালে চেয়ারম্যান সেলিম মাঠে ঢুকেই সেখানে উপস্থিত অতিথি ও শিক্ষকদের গালিগালাজ শুরু করেন। এরপর খেলা বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে খেলাটি অসম্পূর্ণ অবস্থায় স্থগিত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান সেলিম হোসেনের মোবাইল ফোনে গতকাল দিনভর বেশ কয়েকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।
হাতীবান্ধা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন মাঠে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, ‘আমাকে প্রধান অতিথি না করে সভাপতি করা হয়েছে কেন?’ এ কথা বলেই খেলা বন্ধ করে দেন তিনি। তাই খেলাটা অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি রাতে। আর ঘটনাটি ঘটেছে বিকেলে। তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নিতাম। ইউনিয়ন পর্যায়ের খেলায় সভাপতি হতে পারেন ইউপি চেয়ারম্যান। প্রধান অতিথির জন্য এটা উনি কখনো করতে পারেন না। যে খেলাটি স্থগিত করা হয়েছে তা পরে সিদ্ধান্ত মোতাবেক আবারও হবে।’