ইসরায়েলি হামলা
গাজায় পিআইজে কমান্ডারসহ ১৫ ফিলিস্তিনি নিহত
রূপান্তর ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডার ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার চালানো এই হামলায় নিহতদের মধ্যে পিআইজের কমান্ডার তাইসির জাবারি ছাড়াও সংগঠনটির চার সদস্য ও পাঁচ বছরের এক শিশু রয়েছে।
গতকাল রাতে জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, ইসলামিক জিহাদ গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, আমরা ধারণা করছি, অভিযানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তবে অভিযান এখনো শেষ হয়নি। গোষ্ঠীটির হুমকির জবাবে এ অভিযান চালানো হচ্ছে।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক কমান্ডার রয়েছে।
দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তারের পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী এ বিমান হামলা চালিয়েছে। গাজাভিত্তিক পিআইজে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, পিআইজের কার্যক্রম রয়েছে এমন অঞ্চলে তারা হামলা করেছে। এর মধ্যে গাজা সিটির সুউচ্চ ‘প্যালেস্টাইন টাওয়ার’ রয়েছে। সেখানে বোমা হামলার পর ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর এক কমান্ডার ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার চালানো এই হামলায় নিহতদের মধ্যে পিআইজের কমান্ডার তাইসির জাবারি ছাড়াও সংগঠনটির চার সদস্য ও পাঁচ বছরের এক শিশু রয়েছে।
গতকাল রাতে জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, ইসলামিক জিহাদ গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অভিযান এখনো শেষ হয়নি। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, আমরা ধারণা করছি, অভিযানে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তবে অভিযান এখনো শেষ হয়নি। গোষ্ঠীটির হুমকির জবাবে এ অভিযান চালানো হচ্ছে।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশু ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদের এক কমান্ডার রয়েছে।
দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তারের পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী এ বিমান হামলা চালিয়েছে। গাজাভিত্তিক পিআইজে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, পিআইজের কার্যক্রম রয়েছে এমন অঞ্চলে তারা হামলা করেছে। এর মধ্যে গাজা সিটির সুউচ্চ ‘প্যালেস্টাইন টাওয়ার’ রয়েছে। সেখানে বোমা হামলার পর ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।