স্থূলতায় বাড়ে ১৩ ধরনের ক্যানসারের ঝুঁকি
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১১:৫২
শরীরের অতিরিক্ত ওজনের সঙ্গে মরণব্যাধি ক্যানসারের সম্পর্ক রয়েছে। অতিরিক্ত মুটিয়ে যাওয়া তথা স্থূলতা ৩.৯ শতাংশ ক্যানসার হওয়ার জন্য দায়ী। নতুন এক গবেষণার ফলাফলে এমনটাই উঠে এসেছে।
গবেষণাটি দা জার্নাল ক্যানসার-এ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্থূলতার সঙ্গে ১৩ ধরনের ক্যানসারের সম্পর্ক রয়েছে। যেমন- ব্রেস্ট ক্যানসার এবং লিভার ক্যানসার। এছাড়াও স্থূলতার জন্য মূত্রথলির ক্যানসারের ঝুঁকিও বাড়ে।
গবেষকদের একজন হুয়ানা সাং বলেন, “অতিরিক্ত ওজন তথা স্থূলতা সঙ্গে যে ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে অধিকাংশ লোকই বিষয়টি সম্পর্কে সচেতন নয়।”
গবেষকদের মতে, ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে প্রায় দুই কোটি ১৭ লাখ লোকের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব রোগীর মধ্যে ১ কোটি ৩ লাখই মারা যেতে পারে।
এনডিটিভি জানায়, গবেষণায় লিঙ্গ এবং স্থূলতার সঙ্গে ক্যানসারের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে, ক্যানসারে পুরুষদের তুলনায় নারীরা দ্বিগুণ আক্রান্ত হন। নারীদের স্তন ক্যানসার আর পুরুষদের ক্ষেত্রে লিভার ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।
গত চার দশকে স্থূলতার ওপর যেসব গবেষণা হয়েছে, সেসব তথ্য-উপাত্ত এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। ওই সময়টায় বিশ্বব্যাপী পুরুষের স্থূলতা বেড়েছে ২১ শতাংশ আর নারীদের ২৪ শতাংশ।
“বিশ্বব্যাপী খাবার গ্রহণের ধরন পরিবর্তন তথা মাত্রাতিরিক্ত ক্যালরিসম্পন্ন ও পুষ্টিহীন খাবার গ্রহণ এবং কায়িক শ্রমের ক্ষেত্র সীমিত হতে থাকায় স্থূলতা বাড়ছে” বলেন সাং।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১১:৫২

শরীরের অতিরিক্ত ওজনের সঙ্গে মরণব্যাধি ক্যানসারের সম্পর্ক রয়েছে। অতিরিক্ত মুটিয়ে যাওয়া তথা স্থূলতা ৩.৯ শতাংশ ক্যানসার হওয়ার জন্য দায়ী। নতুন এক গবেষণার ফলাফলে এমনটাই উঠে এসেছে।
গবেষণাটি দা জার্নাল ক্যানসার-এ প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্থূলতার সঙ্গে ১৩ ধরনের ক্যানসারের সম্পর্ক রয়েছে। যেমন- ব্রেস্ট ক্যানসার এবং লিভার ক্যানসার। এছাড়াও স্থূলতার জন্য মূত্রথলির ক্যানসারের ঝুঁকিও বাড়ে।
গবেষকদের একজন হুয়ানা সাং বলেন, “অতিরিক্ত ওজন তথা স্থূলতা সঙ্গে যে ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে অধিকাংশ লোকই বিষয়টি সম্পর্কে সচেতন নয়।”
গবেষকদের মতে, ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে প্রায় দুই কোটি ১৭ লাখ লোকের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব রোগীর মধ্যে ১ কোটি ৩ লাখই মারা যেতে পারে।
এনডিটিভি জানায়, গবেষণায় লিঙ্গ এবং স্থূলতার সঙ্গে ক্যানসারের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা গেছে, ক্যানসারে পুরুষদের তুলনায় নারীরা দ্বিগুণ আক্রান্ত হন। নারীদের স্তন ক্যানসার আর পুরুষদের ক্ষেত্রে লিভার ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।
গত চার দশকে স্থূলতার ওপর যেসব গবেষণা হয়েছে, সেসব তথ্য-উপাত্ত এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। ওই সময়টায় বিশ্বব্যাপী পুরুষের স্থূলতা বেড়েছে ২১ শতাংশ আর নারীদের ২৪ শতাংশ।
“বিশ্বব্যাপী খাবার গ্রহণের ধরন পরিবর্তন তথা মাত্রাতিরিক্ত ক্যালরিসম্পন্ন ও পুষ্টিহীন খাবার গ্রহণ এবং কায়িক শ্রমের ক্ষেত্র সীমিত হতে থাকায় স্থূলতা বাড়ছে” বলেন সাং।