জ্যোতিষীর চোখে যেমন কাটবে আপনার বছরটি
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০৯:২২
ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। নিজের ভবিষ্যৎকে নিজেই গড়ে নিতে হয়। পরিশ্রমী ব্যক্তি সফলতা পাবেন, এটাই চিরাচরিত নিয়ম। নতুন আশা, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে এলো নতুন আরো একটি বছর। বছরটিকে সফলতায় মুড়িয়ে রাখতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আপনার পরিশ্রমের সহচর হতে পারে আপনার ভাগ্যও। পরিশ্রম আর ভাগ্যের সংমিশ্রণে কেমন যাবে আপনার নতুন বছরটি? মিলিয়ে নিন এই রাশিচক্রে-
মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল)
রাশিচক্র অনুসারে মেষ রাশির জাতকদের জন্য ২০১৯ সালটি চরম উত্থান-পতনের। বছরের শুরুর মাসগুলো আপনার জন্য উদ্বেগের হতে পারে। দৈনন্দিন জীবনের কিছু ক্ষুদ্র বিষয়ও আপনার রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কিছুটা দূরত্ব নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। বিশেষ করে বাবা এবং ভাইয়ের সঙ্গে এমন দূরত্ব আপনার পারিবারিক বন্ধনে প্রভাব ফেলতে পারে। মেষ রাশির প্রভাবক গ্রহ মঙ্গল। প্রতিটি মেঘেরই রুপালি ছটা থাকে। এ বছর আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে। ব্যবসায় নতুন নতুন ক্লায়েন্টের দেখা পাবেন এবং লাভবান হবেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব থাকবে। দীর্ঘদিন ভুগছেন, এমন রোগ থেকে নিষ্কৃতি পেতে পারেন। তবে, স্বাস্থ্য সচেতনতায়ই কেবল এটি সম্ভব। পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ বছর আপনার ব্যয় বাড়তে পারে। তাই বছরের শুরু থেকেই প্রস্তুতি রাখুন। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। এ ছাড়া আয় বাড়াতে আপনি বিকল্প কোনো শহর বেছে নিতে পারেন। আপনার বিদেশ যোগও ভালো। প্রেমের জন্যও ২০১৯ সালটি মেষ জাতকদের জন্য শুভকর। মনের মানুষকে মেষ জাতকদের কাছে এনে দেবে এই বছরটি।
মিথুন (২১ মে - ২০ জুন)
নতুন বছরটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনে ভালো মন্দ দুটির জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আশা আর হতাশার রোলার কোস্টারে চড়বেন আপনি। বৃহস্পতি আপনার সপ্তম ঘরটিকে অতিক্রম করবে এবং বছরের শেষের দিকে এটি অষ্টম ঘরকেও অতিক্রম করে যাবে। ফলে আপনি মোকাবিলা করতে পারেন সংকটময় পরিস্থিতিকে। এ জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি আরো যত্নশীল হতে হবে। আপনার হাঁটু এবং পেট যেন সবসময় সুস্থ থাকে সেদিকে নজর রাখুন। সুখবর হলো- আপনার জীবন সঙ্গী আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে।
প্রয়োজনে তাকেই সবচেয়ে বেশি কাছে পাবেন আপনি। আপনার সঙ্গীর প্রতি আরো বিশ্বত হয়ে উঠুন। প্রেমের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে মিথুন রাশির জাতকদের। দারুণ সুন্দর আর রোমাঞ্চকর একটি সম্পর্ক অপেক্ষা করছে আপনার জন্য, খুঁজে বের করার দায়িত্ব আপনারই। আর যারা এ বছরই বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ।
কর্কট (২১ জুন - ২২ জুলাই)
কর্কট রাশির জাতকরা সাধারণত একটু ভাবুক, স্পর্শকাতর আর প্রকৃতিঘনিষ্ঠ। ক্যারিয়ার, অর্থনৈতিক অবস্থা এবং চাকরির ক্ষেত্রে এ বছর তাদের শুভযোগ আছে। চাকরিজীবীরা খুব প্রশংসিত হবেন, পদোন্নতিও ঘটবে। আপনার যোগ্যতা আপনাকে সফলতার স্বাদ দেবে এ বছর। ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট বাড়বে এবং নতুন পরিকল্পনাও মাথায় আসবে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে একটু কষ্ট তো করতেই হবে। জানুয়ারি থেকে মার্চ আর অক্টোবর থেকে ডিসেম্বর বছরের এ দুটি সময় কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনার শ্রেষ্ঠ সময়। এ বছর কর্কট জাতকরা নতুন গাড়ি কিংবা বাড়িও কিনতে পারেন। আর যারা সম্পদ বিক্রি করতে চাইছেন কিন্তু ভালো দাম পাচ্ছেন না তারা এ বছরই সেরা দামটি পাবেন। আপনার শরীর এবং পারিবারিক পরিবেশ কাজে আপনাকে দারুণ শক্তি দেবে। বলা যাচ্ছে, এ বছরটি আপনার জন্য আনন্দদায়কই হতে যাচ্ছে। পরামর্শ হলো- সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো শক্ত হোন। পুরোনো সম্পর্ক জোড়া লাগতে পারে। এটি আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসছে।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
সিংহ রাশির জাতকদের জন্য এ বছরটি দারুণ উপভোগের হতে চলেছে। আত্মবিশ্বাস এবং প্রাণশক্তিতে আপনি এতটাই ভরপুর থাকবেন যে, বছরের প্রতিটি কাজেই তার স্বাক্ষর দেখা যাবে। আপনার অবস্থান এবং সম্মানকে আরো উঁচুতে নিয়ে যাবে আপনার কর্মোদ্যম। কারো কারো জীবন হঠাৎ পরিবর্তনের সম্মুখীন হতে পারে। মানিয়ে নিতে হবে এমন হলে। এ বছর স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে সিংহ জাতকদের। এক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো হবে। আপনার ভালোবাসার সম্পর্কটি এ বছর দারুণ উষ্ণতায় কাটবে। এটি আপনার কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সন্তানদের প্রতি বিশেষ খেয়াল এবং বাড়তি যত্ন নিন। আর যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, যেন গ্যাংগ্রিন জাতীয় অসুখ থেকে তারা দুরে থাকেন। প্রেমের সম্পর্কে মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন। এটি আপনার ব্রেকাপের কারণ হতে পারে। আপনার সম্পর্কটি এ বছর গোলাপময়ই হবে। তবে, গোলাপে কাঁটা থাকে খেয়াল রাখুন।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতকরা এ বছরটি ভালো এবং মন্দের সংমিশ্রণে কাটাবেন। তবে, হতাশার কিছু নেই। কারণ ভালোকে লুফে নিতে আপনি সিদ্ধহস্ত এবং খারাপ থেকে শিক্ষা নেওয়া আপনার একটি ভালো গুণ। প্রফেশনাল ক্যারিয়ারে বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত অনেক অর্জন থাকবে আপনার। আপনার বেতন বাড়তে পারে এ সময়ে। আর ব্যবসায়ীরা তুলনামূলক বেশি লাভবান হবেন এই সময়টিতেই। শারীরিকভাবে সুস্থবোধ আপনাকে দূরে কোথাও ভ্রমণের অনুপ্রেরণা জোগাবে। আপনার জন্য পরামর্শ হলো চাকরি ক্ষেত্রে বছরের ১০ এপ্রিল থেকে ১১ আগস্ট পর্যন্ত সময়টুকু সাবধান থাকুন। এ বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে বছর শেষ হওয়া পর্যন্ত আর্থিক ঝুঁকিগ্রহণ থেকে বিরত থাকুন। খুব কাছের মানুষের সঙ্গে এ বছর খুব ঝগড়া হতে পারে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সেপ্টেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। ২৩ মার্চ থেকে বছরের শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় আপনাকে বেশি পরিশ্রম করার প্রয়োজন হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
এ বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এ ছাড়া দীর্ঘস্থায়ী রোগ থেকেও দীর্ঘদিন পর মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। মার্চের পর নতুন পরিকল্পনা আপনাকে সফলতা এনে দেবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, তবে তা আশানুরূপ নাও হতে পারে।
অতএব, অন্ধভাবে বিশ্বাস থেকে দূরে থাকুন। অর্থনৈতিক খাতে অপ্রত্যাশিত ফল আসতে পারে এবং আর্থিক অবস্থা উন্নত করতে অনেক সুযোগ থাকবে।
এ বছর, একটা নতুন সম্পর্ক গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি যত্নবান থাকুন। তার সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে এ বছরই।
তবে, হতাশাজনক পরিস্থিতিও আপনাকে মোকাবিলা করা লাগতে পারে এ বছর। সর্বোপরি এ বছরটি আপনার জন্য সুখেরই হবে। বছরের মাঝামাঝিতে ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনার গৃহে শুভ কর্ম হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জুলাই ও আগস্ট মাসে একটু সাবধান থাকুন।
বৃষ (২০ এপ্রিল - ২০ মে)
২০১৯ সালটি বৃষ রাশির জাতকদের জন্য চরম উত্তেজনাকর হতে চলেছে। আপনার এবং আপনার কাছের মানুষদের জন্য বছরটি অনেক শুভ। কারণ চাকরি ক্ষেত্রে উন্নতি আপনার অবস্থানকে বদলে দেবে, ব্যবসায়ও লাভের যোগ দেখা যাচ্ছে। ছাত্রদের দেশের বাইরে পড়তে যাওয়ার সুযোগ তৈরি হবে। পারিবারিক জীবনও গোছানো বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। আপনার অনেক পরিকল্পনাই এ বছর সফলতার মুখ দেখবে। তবে, এজন্য আপনাকে বছরের শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আলস্য পছন্দ করলেও এবছর এটিকে একটু দূরে রাখুন। কারণ সফলতা অলসতার চেয়ে অনেক বেশি উপভোগ্য। কেতু, শুক্র এবং বৃহস্পতি ধনুতে মিলে আটের ঘরে অবস্থান করবে। এই যোগ আপনার বছরটিকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।
আকস্মিক অপ্রত্যাশিত আয়েরও দেখা পেতে পারেন আপনি। এখানেই শেষ নয়, এবছর আপনার অনেক সম্পর্কই অর্থবহ হয়ে উঠবে। তবে, প্রেমের সম্পর্ককে সুখময় করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রেমের সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো অন্য কারো সঙ্গে শেয়ার না করাই ভালো।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
২০১৯ সালটি স্বাস্থ্য সচেতন থাকা বৃশ্চিকের জাতকদের জন্য খুব জরুরি। রাশিফল অনুসারে, আপনি ফিটনেস নিয়ে সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্য খারাপ হয়ে গেলে অবহেলা করবেন না। তাড়াতাড়ি রোগের চিকিৎসা করাবেন। ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে। কর্মজীবনে ভালো ফল পাওয়ার খুব বড় সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে। ভালো কোম্পানি থেকে আপনি চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বছর আপনার অর্থনৈতিক জীবনে মিশ্র ফল পাবেন। আর্থিক জীবনের প্রথম দিকে উত্থান পতন লক্ষ্য করা যাবে। আপনি আয় ব্যয়ের মধ্যে পার্থক্য খুঁজবেন। সুতরাং, আয় ব্যয়ের মধ্যে সঠিক সামঞ্জস্য বিধান করতে হবে। প্রেমের ক্ষেত্রে এ বছরটি বৃশ্চিক জাতকদের জন্য শুভ। ভরপুর রোমান্সে বছরটি তাদের দারুণ কাটবে, সম্পর্কও শক্ত হবে।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)
বছরের শুরুর মাসেই স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। ভ্রমণের কারণে ক্লান্তও থাকতে পারেন। পথে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। এ ক্ষেত্রে উত্থান-পতনের মুখোমুখি হবেন। তবে, আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন। এ বছর চাকরিতে পদন্নোতি হতে পারে। বাড়তে পারে
বেতনও। সারা বছরজুড়েই আর্থিক সঙ্গতি থাকবে আপনার। এ ছাড়া বিভিন্ন উৎস থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পৈতৃক সম্পদ বৃদ্ধি পাবে।
আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে আপনার পরিবার আপনাকে সাহায্য করবে। ব্যবসা বাণিজ্যেও লাভবান হবেন। তবে, বছরটি প্রেমের ক্ষেত্রে আপনার জন্য খুব গুরুতর। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ থাকলে সমঝোতা করে নিন। মাতা-পিতার সামান্য স্বাস্থ্য সমস্যা ছাড়া পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
এ বছরটি আপনার ভালো যাবে। তা সত্ত্বেও আপনি স্বাস্থ্যের কারণে কিছু সমস্যার সম্মুখীন হবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এই তিন মাস আপনি প্রবলভাবে সক্রিয়ও থাকবেন, কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের পরে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন। অর্থনৈতিক জীবনে ওঠানামা থাকবে। এ বছর আপনার ব্যয় বাড়ার সম্ভাবনা থাকলেও আয়ের ক্ষেত্র বাড়ার সম্ভাবনা কম রয়েছে। তবে, বিদেশে কোনো সম্পর্কের কারণে অর্থ পাওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পদোন্নতি হবে এবং উচ্চমহলে সমাদর পাবেন।
অক্টোবর মাসে সুসংবাদ পাবেন অনেক। ব্যবসায় উন্নতি হবে। প্রেমের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হবে এবং এই উত্তেজনা আপনি দারুণ উপভোগ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আপনার স্বাস্থ্য ভালো থাকবে এ বছর। আর কর্মোদ্যম থাকবে তুঙ্গে। আপনার মধ্যে অনেক উত্তেজনা, আবেগ এবং অসাধারণ শক্তি বিরাজ করবে। এ বছর কর্মজীবনেও উচ্চতর সাফল্যের দেখা পাবেন। আপনার সিদ্ধান্তগুলো কর্মজীবনকে আরো বেশি চিত্তাকর্ষক করতে সাহায্য করবে, ভালো সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবেও বছরটি আপনার জন্য খুব গোছানো হবে। অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। এ ছাড়াও, আপনি এ বছরে সম্পদ আহরণ করবেন সফলভাবে। মার্চের পর আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে ক্রমাগত। স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে আপনার প্রেমের সম্পর্কও। তবে, বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনার প্রেম উত্থান-পতনের সম্মুখীন হবে। ভালোবাসায় বিশ্বাস রাখতে হবে এবং প্রিয়জনের বিশ্বাস যেন না ভাঙে, সে দিকেও খেয়াল রাখতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
২০১৯ সালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতনও থাকতে হবে। নিজেকে ফিট রাখার জন্য যোগ-ব্যায়াম, অনুশীলন, দৌড়ানোর মতো অনুশীলন করুন। ঘুম থেকে উঠুন সকালে। পর্যাপ্ত ঘুম ভালো স্বাস্থ্য বজায় রাখবে। যদি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কর্মক্ষেত্রে এ বছর অনেক সাফল্যের দেখা পাবেন। কাজের জায়গায় নতুন পরিচয় পেতে পারেন।
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সততা রাখুন। এ বছর আপনি আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তাই সাবধান থাকতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পরিহার করুন। বিভ্রান্তি আসতে পারে প্রেমের সম্পর্কে।
একটি বিশেষ বিষয় আপনার সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের কারণ হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০৯:২২

ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। নিজের ভবিষ্যৎকে নিজেই গড়ে নিতে হয়। পরিশ্রমী ব্যক্তি সফলতা পাবেন, এটাই চিরাচরিত নিয়ম। নতুন আশা, স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে এলো নতুন আরো একটি বছর। বছরটিকে সফলতায় মুড়িয়ে রাখতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। আপনার পরিশ্রমের সহচর হতে পারে আপনার ভাগ্যও। পরিশ্রম আর ভাগ্যের সংমিশ্রণে কেমন যাবে আপনার নতুন বছরটি? মিলিয়ে নিন এই রাশিচক্রে-
মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল)
রাশিচক্র অনুসারে মেষ রাশির জাতকদের জন্য ২০১৯ সালটি চরম উত্থান-পতনের। বছরের শুরুর মাসগুলো আপনার জন্য উদ্বেগের হতে পারে। দৈনন্দিন জীবনের কিছু ক্ষুদ্র বিষয়ও আপনার রাগ ও ক্রোধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কিছুটা দূরত্ব নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। বিশেষ করে বাবা এবং ভাইয়ের সঙ্গে এমন দূরত্ব আপনার পারিবারিক বন্ধনে প্রভাব ফেলতে পারে। মেষ রাশির প্রভাবক গ্রহ মঙ্গল। প্রতিটি মেঘেরই রুপালি ছটা থাকে। এ বছর আপনার আত্মবিশ্বাস দৃঢ় হবে। ব্যবসায় নতুন নতুন ক্লায়েন্টের দেখা পাবেন এবং লাভবান হবেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব থাকবে। দীর্ঘদিন ভুগছেন, এমন রোগ থেকে নিষ্কৃতি পেতে পারেন। তবে, স্বাস্থ্য সচেতনতায়ই কেবল এটি সম্ভব। পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ বছর আপনার ব্যয় বাড়তে পারে। তাই বছরের শুরু থেকেই প্রস্তুতি রাখুন। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। এ ছাড়া আয় বাড়াতে আপনি বিকল্প কোনো শহর বেছে নিতে পারেন। আপনার বিদেশ যোগও ভালো। প্রেমের জন্যও ২০১৯ সালটি মেষ জাতকদের জন্য শুভকর। মনের মানুষকে মেষ জাতকদের কাছে এনে দেবে এই বছরটি।
মিথুন (২১ মে - ২০ জুন)
নতুন বছরটি মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনে ভালো মন্দ দুটির জন্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আশা আর হতাশার রোলার কোস্টারে চড়বেন আপনি। বৃহস্পতি আপনার সপ্তম ঘরটিকে অতিক্রম করবে এবং বছরের শেষের দিকে এটি অষ্টম ঘরকেও অতিক্রম করে যাবে। ফলে আপনি মোকাবিলা করতে পারেন সংকটময় পরিস্থিতিকে। এ জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি আরো যত্নশীল হতে হবে। আপনার হাঁটু এবং পেট যেন সবসময় সুস্থ থাকে সেদিকে নজর রাখুন। সুখবর হলো- আপনার জীবন সঙ্গী আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠবে।
প্রয়োজনে তাকেই সবচেয়ে বেশি কাছে পাবেন আপনি। আপনার সঙ্গীর প্রতি আরো বিশ্বত হয়ে উঠুন। প্রেমের ক্ষেত্রেও শুভযোগ রয়েছে মিথুন রাশির জাতকদের। দারুণ সুন্দর আর রোমাঞ্চকর একটি সম্পর্ক অপেক্ষা করছে আপনার জন্য, খুঁজে বের করার দায়িত্ব আপনারই। আর যারা এ বছরই বিয়ে করার পরিকল্পনা করছেন, তাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ।
কর্কট (২১ জুন - ২২ জুলাই)
কর্কট রাশির জাতকরা সাধারণত একটু ভাবুক, স্পর্শকাতর আর প্রকৃতিঘনিষ্ঠ। ক্যারিয়ার, অর্থনৈতিক অবস্থা এবং চাকরির ক্ষেত্রে এ বছর তাদের শুভযোগ আছে। চাকরিজীবীরা খুব প্রশংসিত হবেন, পদোন্নতিও ঘটবে। আপনার যোগ্যতা আপনাকে সফলতার স্বাদ দেবে এ বছর। ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট বাড়বে এবং নতুন পরিকল্পনাও মাথায় আসবে। পরিকল্পনাকে বাস্তবায়ন করতে একটু কষ্ট তো করতেই হবে। জানুয়ারি থেকে মার্চ আর অক্টোবর থেকে ডিসেম্বর বছরের এ দুটি সময় কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনার শ্রেষ্ঠ সময়। এ বছর কর্কট জাতকরা নতুন গাড়ি কিংবা বাড়িও কিনতে পারেন। আর যারা সম্পদ বিক্রি করতে চাইছেন কিন্তু ভালো দাম পাচ্ছেন না তারা এ বছরই সেরা দামটি পাবেন। আপনার শরীর এবং পারিবারিক পরিবেশ কাজে আপনাকে দারুণ শক্তি দেবে। বলা যাচ্ছে, এ বছরটি আপনার জন্য আনন্দদায়কই হতে যাচ্ছে। পরামর্শ হলো- সম্পর্কের ক্ষেত্রে আপনি আরো শক্ত হোন। পুরোনো সম্পর্ক জোড়া লাগতে পারে। এটি আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসছে।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
সিংহ রাশির জাতকদের জন্য এ বছরটি দারুণ উপভোগের হতে চলেছে। আত্মবিশ্বাস এবং প্রাণশক্তিতে আপনি এতটাই ভরপুর থাকবেন যে, বছরের প্রতিটি কাজেই তার স্বাক্ষর দেখা যাবে। আপনার অবস্থান এবং সম্মানকে আরো উঁচুতে নিয়ে যাবে আপনার কর্মোদ্যম। কারো কারো জীবন হঠাৎ পরিবর্তনের সম্মুখীন হতে পারে। মানিয়ে নিতে হবে এমন হলে। এ বছর স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে সিংহ জাতকদের। এক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো হবে। আপনার ভালোবাসার সম্পর্কটি এ বছর দারুণ উষ্ণতায় কাটবে। এটি আপনার কাজের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সন্তানদের প্রতি বিশেষ খেয়াল এবং বাড়তি যত্ন নিন। আর যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, যেন গ্যাংগ্রিন জাতীয় অসুখ থেকে তারা দুরে থাকেন। প্রেমের সম্পর্কে মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন। এটি আপনার ব্রেকাপের কারণ হতে পারে। আপনার সম্পর্কটি এ বছর গোলাপময়ই হবে। তবে, গোলাপে কাঁটা থাকে খেয়াল রাখুন।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতকরা এ বছরটি ভালো এবং মন্দের সংমিশ্রণে কাটাবেন। তবে, হতাশার কিছু নেই। কারণ ভালোকে লুফে নিতে আপনি সিদ্ধহস্ত এবং খারাপ থেকে শিক্ষা নেওয়া আপনার একটি ভালো গুণ। প্রফেশনাল ক্যারিয়ারে বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত অনেক অর্জন থাকবে আপনার। আপনার বেতন বাড়তে পারে এ সময়ে। আর ব্যবসায়ীরা তুলনামূলক বেশি লাভবান হবেন এই সময়টিতেই। শারীরিকভাবে সুস্থবোধ আপনাকে দূরে কোথাও ভ্রমণের অনুপ্রেরণা জোগাবে। আপনার জন্য পরামর্শ হলো চাকরি ক্ষেত্রে বছরের ১০ এপ্রিল থেকে ১১ আগস্ট পর্যন্ত সময়টুকু সাবধান থাকুন। এ বছর আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে বছর শেষ হওয়া পর্যন্ত আর্থিক ঝুঁকিগ্রহণ থেকে বিরত থাকুন। খুব কাছের মানুষের সঙ্গে এ বছর খুব ঝগড়া হতে পারে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সেপ্টেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। ২৩ মার্চ থেকে বছরের শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় আপনাকে বেশি পরিশ্রম করার প্রয়োজন হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
এ বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এ ছাড়া দীর্ঘস্থায়ী রোগ থেকেও দীর্ঘদিন পর মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। মার্চের পর নতুন পরিকল্পনা আপনাকে সফলতা এনে দেবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, তবে তা আশানুরূপ নাও হতে পারে।
অতএব, অন্ধভাবে বিশ্বাস থেকে দূরে থাকুন। অর্থনৈতিক খাতে অপ্রত্যাশিত ফল আসতে পারে এবং আর্থিক অবস্থা উন্নত করতে অনেক সুযোগ থাকবে।
এ বছর, একটা নতুন সম্পর্ক গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি যত্নবান থাকুন। তার সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে এ বছরই।
তবে, হতাশাজনক পরিস্থিতিও আপনাকে মোকাবিলা করা লাগতে পারে এ বছর। সর্বোপরি এ বছরটি আপনার জন্য সুখেরই হবে। বছরের মাঝামাঝিতে ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনার গৃহে শুভ কর্ম হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে জুলাই ও আগস্ট মাসে একটু সাবধান থাকুন।
বৃষ (২০ এপ্রিল - ২০ মে)
২০১৯ সালটি বৃষ রাশির জাতকদের জন্য চরম উত্তেজনাকর হতে চলেছে। আপনার এবং আপনার কাছের মানুষদের জন্য বছরটি অনেক শুভ। কারণ চাকরি ক্ষেত্রে উন্নতি আপনার অবস্থানকে বদলে দেবে, ব্যবসায়ও লাভের যোগ দেখা যাচ্ছে। ছাত্রদের দেশের বাইরে পড়তে যাওয়ার সুযোগ তৈরি হবে। পারিবারিক জীবনও গোছানো বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। আপনার অনেক পরিকল্পনাই এ বছর সফলতার মুখ দেখবে। তবে, এজন্য আপনাকে বছরের শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আলস্য পছন্দ করলেও এবছর এটিকে একটু দূরে রাখুন। কারণ সফলতা অলসতার চেয়ে অনেক বেশি উপভোগ্য। কেতু, শুক্র এবং বৃহস্পতি ধনুতে মিলে আটের ঘরে অবস্থান করবে। এই যোগ আপনার বছরটিকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।
আকস্মিক অপ্রত্যাশিত আয়েরও দেখা পেতে পারেন আপনি। এখানেই শেষ নয়, এবছর আপনার অনেক সম্পর্কই অর্থবহ হয়ে উঠবে। তবে, প্রেমের সম্পর্ককে সুখময় করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রেমের সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো অন্য কারো সঙ্গে শেয়ার না করাই ভালো।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
২০১৯ সালটি স্বাস্থ্য সচেতন থাকা বৃশ্চিকের জাতকদের জন্য খুব জরুরি। রাশিফল অনুসারে, আপনি ফিটনেস নিয়ে সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্য খারাপ হয়ে গেলে অবহেলা করবেন না। তাড়াতাড়ি রোগের চিকিৎসা করাবেন। ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে। কর্মজীবনে ভালো ফল পাওয়ার খুব বড় সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসবে। ভালো কোম্পানি থেকে আপনি চাকরির প্রস্তাব পেতে পারেন। কাজের জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ বছর আপনার অর্থনৈতিক জীবনে মিশ্র ফল পাবেন। আর্থিক জীবনের প্রথম দিকে উত্থান পতন লক্ষ্য করা যাবে। আপনি আয় ব্যয়ের মধ্যে পার্থক্য খুঁজবেন। সুতরাং, আয় ব্যয়ের মধ্যে সঠিক সামঞ্জস্য বিধান করতে হবে। প্রেমের ক্ষেত্রে এ বছরটি বৃশ্চিক জাতকদের জন্য শুভ। ভরপুর রোমান্সে বছরটি তাদের দারুণ কাটবে, সম্পর্কও শক্ত হবে।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)
বছরের শুরুর মাসেই স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। ভ্রমণের কারণে ক্লান্তও থাকতে পারেন। পথে সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন। এ ক্ষেত্রে উত্থান-পতনের মুখোমুখি হবেন। তবে, আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন। এ বছর চাকরিতে পদন্নোতি হতে পারে। বাড়তে পারে
বেতনও। সারা বছরজুড়েই আর্থিক সঙ্গতি থাকবে আপনার। এ ছাড়া বিভিন্ন উৎস থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পৈতৃক সম্পদ বৃদ্ধি পাবে।
আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে আপনার পরিবার আপনাকে সাহায্য করবে। ব্যবসা বাণিজ্যেও লাভবান হবেন। তবে, বছরটি প্রেমের ক্ষেত্রে আপনার জন্য খুব গুরুতর। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ থাকলে সমঝোতা করে নিন। মাতা-পিতার সামান্য স্বাস্থ্য সমস্যা ছাড়া পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
এ বছরটি আপনার ভালো যাবে। তা সত্ত্বেও আপনি স্বাস্থ্যের কারণে কিছু সমস্যার সম্মুখীন হবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এই তিন মাস আপনি প্রবলভাবে সক্রিয়ও থাকবেন, কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের পরে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন। অর্থনৈতিক জীবনে ওঠানামা থাকবে। এ বছর আপনার ব্যয় বাড়ার সম্ভাবনা থাকলেও আয়ের ক্ষেত্র বাড়ার সম্ভাবনা কম রয়েছে। তবে, বিদেশে কোনো সম্পর্কের কারণে অর্থ পাওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে। যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পদোন্নতি হবে এবং উচ্চমহলে সমাদর পাবেন।
অক্টোবর মাসে সুসংবাদ পাবেন অনেক। ব্যবসায় উন্নতি হবে। প্রেমের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হবে এবং এই উত্তেজনা আপনি দারুণ উপভোগ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আপনার স্বাস্থ্য ভালো থাকবে এ বছর। আর কর্মোদ্যম থাকবে তুঙ্গে। আপনার মধ্যে অনেক উত্তেজনা, আবেগ এবং অসাধারণ শক্তি বিরাজ করবে। এ বছর কর্মজীবনেও উচ্চতর সাফল্যের দেখা পাবেন। আপনার সিদ্ধান্তগুলো কর্মজীবনকে আরো বেশি চিত্তাকর্ষক করতে সাহায্য করবে, ভালো সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবেও বছরটি আপনার জন্য খুব গোছানো হবে। অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। এ ছাড়াও, আপনি এ বছরে সম্পদ আহরণ করবেন সফলভাবে। মার্চের পর আপনার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে ক্রমাগত। স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে আপনার প্রেমের সম্পর্কও। তবে, বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনার প্রেম উত্থান-পতনের সম্মুখীন হবে। ভালোবাসায় বিশ্বাস রাখতে হবে এবং প্রিয়জনের বিশ্বাস যেন না ভাঙে, সে দিকেও খেয়াল রাখতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
২০১৯ সালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতনও থাকতে হবে। নিজেকে ফিট রাখার জন্য যোগ-ব্যায়াম, অনুশীলন, দৌড়ানোর মতো অনুশীলন করুন। ঘুম থেকে উঠুন সকালে। পর্যাপ্ত ঘুম ভালো স্বাস্থ্য বজায় রাখবে। যদি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কর্মক্ষেত্রে এ বছর অনেক সাফল্যের দেখা পাবেন। কাজের জায়গায় নতুন পরিচয় পেতে পারেন।
কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সততা রাখুন। এ বছর আপনি আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তাই সাবধান থাকতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত পরিহার করুন। বিভ্রান্তি আসতে পারে প্রেমের সম্পর্কে।
একটি বিশেষ বিষয় আপনার সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের কারণ হতে পারে।