কর্কটের চাকরির পরীক্ষায় ভালো ফল হবে, কর্মক্ষেত্রে বন্ধুরা প্রতিপক্ষ হবে কন্যার
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি) | ৩০ মার্চ, ২০১৯ ০৯:০১
মেষ: পৈতৃক সম্পত্তির রায় আপনার পক্ষে থাকবে। সন্তান সাফল্য লাভ করবে। ব্যয় বাড়বে।
বৃষ: কর্মে সাফল্যের স্বীকৃতি পাবেন। আশা পূরণ হবে। বন্ধুদের সহযোগিতা বাড়বে।
মিথুন: কর্মস্থলে উন্নতি হবে। আত্মীয়দের কর্মকাণ্ডে মনে অতৃপ্তি আসবে। ব্যয় বাড়বে।
কর্কট: ভ্রমণে ব্যয় বাড়বে। ঋণ লাভের সম্ভাবনা আছে। চাকরির জন্য পরীক্ষায় ভালো ফল লাভ হবে।
সিংহ: হঠাৎ প্রাপ্তিযোগ আছে। দালালির কাজে উন্নতির যোগ আছে। টাকা আশানুরূপ সঞ্চয় হবে না।
কন্যা: কর্মক্ষেত্রে বন্ধুরা প্রতিপক্ষ হয়ে দেখা দিতে পারে। তবুও কাজে সফলতা আসবে। নেতাদের জন্য দিন শুভ বলা যায়।
তুলা: শিক্ষার সুযোগ কাজে লাগান। আত্মীয়র জন্য খরচ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক: ব্যবসায় আয় বাড়বে। সন্তানের সাফল্যে গর্ববোধ হবে। বন্ধুদের কাজে আনন্দ বাড়বে।
ধনু: হঠাৎ মূল্যবান দ্রব্য পাওয়ার সম্ভাবনা আছে। সংসারে শান্তি বিরাজ করবে। আদালত-মামলা এড়িয়ে চলুন।
মকর: ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। পরিবারে শান্তি ফিরে আসবে। আত্মীয়র সম্পদে ব্যয় বাড়বে।
কুম্ভ: আয় বাড়বে। সম্পত্তি ক্রয়ের জন্য পরিবেশ পাবেন। দূরের যাত্রা শুভ।
মীন: ভূমিতে সময় ব্যয় হবে। আশা পূরণের জন্য শুভ সময়। মেজাজ ঠান্ডা রাখুন।
শেয়ার করুন
সংশ্লিষ্ট সংবাদ
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি) | ৩০ মার্চ, ২০১৯ ০৯:০১

মেষ: পৈতৃক সম্পত্তির রায় আপনার পক্ষে থাকবে। সন্তান সাফল্য লাভ করবে। ব্যয় বাড়বে।
বৃষ: কর্মে সাফল্যের স্বীকৃতি পাবেন। আশা পূরণ হবে। বন্ধুদের সহযোগিতা বাড়বে।
মিথুন: কর্মস্থলে উন্নতি হবে। আত্মীয়দের কর্মকাণ্ডে মনে অতৃপ্তি আসবে। ব্যয় বাড়বে।
কর্কট: ভ্রমণে ব্যয় বাড়বে। ঋণ লাভের সম্ভাবনা আছে। চাকরির জন্য পরীক্ষায় ভালো ফল লাভ হবে।
সিংহ: হঠাৎ প্রাপ্তিযোগ আছে। দালালির কাজে উন্নতির যোগ আছে। টাকা আশানুরূপ সঞ্চয় হবে না।
কন্যা: কর্মক্ষেত্রে বন্ধুরা প্রতিপক্ষ হয়ে দেখা দিতে পারে। তবুও কাজে সফলতা আসবে। নেতাদের জন্য দিন শুভ বলা যায়।
তুলা: শিক্ষার সুযোগ কাজে লাগান। আত্মীয়র জন্য খরচ বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
বৃশ্চিক: ব্যবসায় আয় বাড়বে। সন্তানের সাফল্যে গর্ববোধ হবে। বন্ধুদের কাজে আনন্দ বাড়বে।
ধনু: হঠাৎ মূল্যবান দ্রব্য পাওয়ার সম্ভাবনা আছে। সংসারে শান্তি বিরাজ করবে। আদালত-মামলা এড়িয়ে চলুন।
মকর: ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। পরিবারে শান্তি ফিরে আসবে। আত্মীয়র সম্পদে ব্যয় বাড়বে।
কুম্ভ: আয় বাড়বে। সম্পত্তি ক্রয়ের জন্য পরিবেশ পাবেন। দূরের যাত্রা শুভ।
মীন: ভূমিতে সময় ব্যয় হবে। আশা পূরণের জন্য শুভ সময়। মেজাজ ঠান্ডা রাখুন।