হাত মিলিয়ে বুঝে নিন মানুষটি কী চায়
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০১৯ ০৯:২৬
শরীরের ভাষা অনেক কিছুই বলে দেয়। তবে সেই ভাষা পড়ার ক্ষমতা যার থাকে তিনিই বোঝেন ব্যাপারটা। তারা হ্যান্ডশেক বা হাত মিলিয়েও অনেক কিছু বলে দিতে পারেন। বিদেশি সংবাদমাধ্যম অবলম্বনে তেমন কিছু বিষয় জেনে নেওয়া যাক।
হ্যান্ডশেক করার সময় যদি হাতের তালু ঘামে ভিজে থাকে, তাহলে বুঝবেন সামনের মানুষটি রীতিমতো ভয় পেয়েছেন। খুব সম্ভবত আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সেই কারণেই ঘাবড়ে গেছেন।
হাত যদি খুব ঠান্ডা থাকে তাহলে বুঝবেন মানুষটি আপনার সঙ্গে আলাপে খুব একটা আগ্রহী নন। ঠান্ডা হাতে যারা হ্যান্ডশেক করেন, তারা খুব একটা আলাপী হন না, নিজেকে নিয়েই থাকতে ভালোবাসেন।
খুব আগ্রহ নিয়ে জোরে জোরে বারবার হাত ঝাঁকিয়ে এবং খুব জোরে চাপ দিয়ে যারা হাত মেলান, তাদের সব সময় বিশ্বাস না করাই ভালো। হতে পারে তিনি অতিরিক্ত আগ্রহ দেখিয়ে আসলে কিছু আড়াল করার চেষ্টা করছেন। সুবিধা নেওয়ার চেষ্টাও করতে পারেন। তবে সব সময় এমন নাও হতে পারে। সেটা পরিস্থিতি দেখে বুঝে নিতে হবে।
অনেকে একহাত দিয়ে হাত মিলিয়ে অন্য হাতটি সেই হাতের ওপরে রাখেন। সাধারণত কারো প্রতি মনযোগ ও ভালোবাসা বোঝাতেই এভাবে হ্যান্ডশেক করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০১৯ ০৯:২৬
শরীরের ভাষা অনেক কিছুই বলে দেয়। তবে সেই ভাষা পড়ার ক্ষমতা যার থাকে তিনিই বোঝেন ব্যাপারটা। তারা হ্যান্ডশেক বা হাত মিলিয়েও অনেক কিছু বলে দিতে পারেন। বিদেশি সংবাদমাধ্যম অবলম্বনে তেমন কিছু বিষয় জেনে নেওয়া যাক।
হ্যান্ডশেক করার সময় যদি হাতের তালু ঘামে ভিজে থাকে, তাহলে বুঝবেন সামনের মানুষটি রীতিমতো ভয় পেয়েছেন। খুব সম্ভবত আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সেই কারণেই ঘাবড়ে গেছেন।
হাত যদি খুব ঠান্ডা থাকে তাহলে বুঝবেন মানুষটি আপনার সঙ্গে আলাপে খুব একটা আগ্রহী নন। ঠান্ডা হাতে যারা হ্যান্ডশেক করেন, তারা খুব একটা আলাপী হন না, নিজেকে নিয়েই থাকতে ভালোবাসেন।
খুব আগ্রহ নিয়ে জোরে জোরে বারবার হাত ঝাঁকিয়ে এবং খুব জোরে চাপ দিয়ে যারা হাত মেলান, তাদের সব সময় বিশ্বাস না করাই ভালো। হতে পারে তিনি অতিরিক্ত আগ্রহ দেখিয়ে আসলে কিছু আড়াল করার চেষ্টা করছেন। সুবিধা নেওয়ার চেষ্টাও করতে পারেন। তবে সব সময় এমন নাও হতে পারে। সেটা পরিস্থিতি দেখে বুঝে নিতে হবে।
অনেকে একহাত দিয়ে হাত মিলিয়ে অন্য হাতটি সেই হাতের ওপরে রাখেন। সাধারণত কারো প্রতি মনযোগ ও ভালোবাসা বোঝাতেই এভাবে হ্যান্ডশেক করা হয়।