বিশ্ব যোগ দিবস শুক্রবার
অনলাইন ডেস্ক | ২০ জুন, ২০১৯ ১৬:১০
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে শুক্রবার পঞ্চমবারের মতো পালন করা হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৫টায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে।
এই অনুষ্ঠানে যোগদানের জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েয়ে ভারতীয় হাইকমিশন। ধীরে ধীরে এর প্রসার ও পরিকল্পনা বেড়েই চলছে। তারই গতিপথ ধরে শুদ্ধ যোগ ও তার সুবিশাল পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ‘বাংলাদেশ যোগ সংঘ’।
সংস্থাটির অন্যতম দিক হল তাদের বেশকিছু সদস্যই দেশের বাইরের যোগ বিশ্ব বিদ্যালয়ে দীর্ঘদিন যোগ নিয়ে পড়াশুনা করেছেন। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি মানুষ শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে যেন সুস্থ ও সুন্দর থাকে। এসব ভেবেই তাদের উজ্জ্বল যাত্রা শুরু হল ২০ জুন, সকাল ৭টায়, রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে। প্রায় ৮০০-১০০০ মানুষের কাছে তারা তাদের সুন্দর যোগ প্রদর্শন ও যোগালোচনা তুলে ধরেন।

এছাড়া আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ৫০০০ বছরের পুরোনো এই চিকিৎসা পন্থা। অধিকাংশ অভিজ্ঞ ডাক্তার এখন ঔষুধের নিরাপদ বিকল্প হিসেবে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সঠিক পন্থা না জানার কারণে যোগ ব্যায়ামের পরিপূর্ণ লাভ নিতে পারছেন না সবাই। এই অভাব পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে ‘বাংলাদেশ যোগ সংঘ'।
প্রসঙ্গত, রবীন্দ্র সরবরে বিগত ৪ বছর ধরে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বিনামূল্যে যোগ ব্যায়াম শিক্ষা ও পরামর্শ দেওয়া হয়। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে যোগ ব্যায়াম প্রয়োজনীয়তা মানুষ আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বলে মনে করেন আয়োজকরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জুন, ২০১৯ ১৬:১০

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে শুক্রবার পঞ্চমবারের মতো পালন করা হচ্ছে ‘বিশ্ব যোগ দিবস’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৫টায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে।
এই অনুষ্ঠানে যোগদানের জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েয়ে ভারতীয় হাইকমিশন। ধীরে ধীরে এর প্রসার ও পরিকল্পনা বেড়েই চলছে। তারই গতিপথ ধরে শুদ্ধ যোগ ও তার সুবিশাল পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ‘বাংলাদেশ যোগ সংঘ’।
সংস্থাটির অন্যতম দিক হল তাদের বেশকিছু সদস্যই দেশের বাইরের যোগ বিশ্ব বিদ্যালয়ে দীর্ঘদিন যোগ নিয়ে পড়াশুনা করেছেন। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি মানুষ শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে যেন সুস্থ ও সুন্দর থাকে। এসব ভেবেই তাদের উজ্জ্বল যাত্রা শুরু হল ২০ জুন, সকাল ৭টায়, রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে। প্রায় ৮০০-১০০০ মানুষের কাছে তারা তাদের সুন্দর যোগ প্রদর্শন ও যোগালোচনা তুলে ধরেন।
এছাড়া আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ৫০০০ বছরের পুরোনো এই চিকিৎসা পন্থা। অধিকাংশ অভিজ্ঞ ডাক্তার এখন ঔষুধের নিরাপদ বিকল্প হিসেবে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সঠিক পন্থা না জানার কারণে যোগ ব্যায়ামের পরিপূর্ণ লাভ নিতে পারছেন না সবাই। এই অভাব পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে ‘বাংলাদেশ যোগ সংঘ'।
প্রসঙ্গত, রবীন্দ্র সরবরে বিগত ৪ বছর ধরে শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বিনামূল্যে যোগ ব্যায়াম শিক্ষা ও পরামর্শ দেওয়া হয়। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সাথে সাথে যোগ ব্যায়াম প্রয়োজনীয়তা মানুষ আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন বলে মনে করেন আয়োজকরা।