রঙ বাংলাদেশের শীত আয়োজন
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০২০ ১৬:৪১
রঙ বাংলাদেশ প্রস্তুত শীতসম্ভার নিয়ে। ঝরা পাতা ও ভেজিটেবল ড্রাই এর টেকচার থিমে সাজানো নকশায় নান্দনিক শীত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রঙ। নেভীব্লু,মেরুন,কফি,বিস্কুট,ফিরোজা,পেষ্ট,মেজেন্টা,কালো ও এ্যাশ।
ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। শীত সংগ্রহের মূল আকর্ষণ হলো শাল। পরা যাবে যেকোন পোশাকের সঙ্গে। কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক। পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট, কোটির সঙ্গে শীত তাড়াতে থাকছে শাল আর কাবলি সেট। এছাড়াও রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড হিসাবে থাকছে: ওয়েস্ট রঙ, শ্রদ্ধাঞ্জলি আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে শীতের আমেজ। শোরুমের পাশাপাশি অনলাইনে www.rang-bd.com ও ফেসবুক পেইজে https://www.facebook.com/rangbangladesh পাওয়া যাবে শীত সংগ্রহ । আছে হোম ডেলিভারীর সুবিধাও আছে। ফোন: ০১৭৭৭৭৪৪৩৪৪ ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০২০ ১৬:৪১

রঙ বাংলাদেশ প্রস্তুত শীতসম্ভার নিয়ে। ঝরা পাতা ও ভেজিটেবল ড্রাই এর টেকচার থিমে সাজানো নকশায় নান্দনিক শীত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রঙ। নেভীব্লু,মেরুন,কফি,বিস্কুট,ফিরোজা,পেষ্ট,মেজেন্টা,কালো ও এ্যাশ।
ট্র্যাডিশানাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। শীত সংগ্রহের মূল আকর্ষণ হলো শাল। পরা যাবে যেকোন পোশাকের সঙ্গে। কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক। পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট, কোটির সঙ্গে শীত তাড়াতে থাকছে শাল আর কাবলি সেট। এছাড়াও রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড হিসাবে থাকছে: ওয়েস্ট রঙ, শ্রদ্ধাঞ্জলি আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে শীতের আমেজ। শোরুমের পাশাপাশি অনলাইনে www.rang-bd.com ও ফেসবুক পেইজে https://www.facebook.com/rangbangladesh পাওয়া যাবে শীত সংগ্রহ । আছে হোম ডেলিভারীর সুবিধাও আছে। ফোন: ০১৭৭৭৭৪৪৩৪৪ ।