বিদেশ ভ্রমণ বাতিল হবে কর্কটের, ব্যয় বাড়বে কুম্ভর
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি) | ২৬ জানুয়ারি, ২০২১ ০৯:৫২
মেষ : হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। বাসায় ভূরিভোজের ব্যবস্থা হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : মনে অতৃপ্তি বাড়বে। পেটের রোগের দ্রুত ব্যবস্থা নিতে হবে। ব্যয় বাড়বে।
মিথুন : ঠান্ডাজনিত রোগ বাড়বে। তবে ভ্রমণ যোগ আছে। ব্যবসায় লগ্নিকৃত পুঁজি মার যাওয়ার আশঙ্কা আছে।
কর্কট : ঠিকা কাজে উন্নতি হবে। শেষ পর্যন্ত অর্থ সঞ্চয় হবে না। বিদেশ ভ্রমণ বাতিল হবে।
সিংহ : দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : পিতার পেটের রোগ বেড়ে যাবে। স্ত্রীর আয় বাড়তে পারে। কাজ-কামে অতৃপ্তি বাড়বে।
তুলা : প্রকাশ্য শত্রুরা উপার্জনে বাধা সৃষ্টি করতে পারে। অংশীদারদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। দীর্ঘ ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক : স্ত্রীর আয় বাড়বে। স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তবে সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু : যৌনব্যাধি থাকলেও আয় বাড়বে। দূরদেশ ভ্রমণ বাতিল হবে। হঠাৎ স্ত্রী ঠান্ডা ও পেটের পীড়ায় কষ্ট পাবে।
মকর : ঠান্ডা ও পেটের রোগ বাড়বে। সন্তান অশান্তিতে পড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ : স্নায়ু পীড়া দেখা দেবে। মায়ের ও সন্তানের নানা পীড়া দেখা দেবে। ব্যয় বাড়বে।
মীন : আত্মীয়দের জন্য সংসারে অশান্তি বাড়বে। মায়ের পেটের রোগ বাড়বে। সংসারে ঝামেলা বিরাজ করবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি) | ২৬ জানুয়ারি, ২০২১ ০৯:৫২

মেষ : হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে। বাসায় ভূরিভোজের ব্যবস্থা হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ : মনে অতৃপ্তি বাড়বে। পেটের রোগের দ্রুত ব্যবস্থা নিতে হবে। ব্যয় বাড়বে।
মিথুন : ঠান্ডাজনিত রোগ বাড়বে। তবে ভ্রমণ যোগ আছে। ব্যবসায় লগ্নিকৃত পুঁজি মার যাওয়ার আশঙ্কা আছে।
কর্কট : ঠিকা কাজে উন্নতি হবে। শেষ পর্যন্ত অর্থ সঞ্চয় হবে না। বিদেশ ভ্রমণ বাতিল হবে।
সিংহ : দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসবে। কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : পিতার পেটের রোগ বেড়ে যাবে। স্ত্রীর আয় বাড়তে পারে। কাজ-কামে অতৃপ্তি বাড়বে।
তুলা : প্রকাশ্য শত্রুরা উপার্জনে বাধা সৃষ্টি করতে পারে। অংশীদারদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। দীর্ঘ ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক : স্ত্রীর আয় বাড়বে। স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তবে সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু : যৌনব্যাধি থাকলেও আয় বাড়বে। দূরদেশ ভ্রমণ বাতিল হবে। হঠাৎ স্ত্রী ঠান্ডা ও পেটের পীড়ায় কষ্ট পাবে।
মকর : ঠান্ডা ও পেটের রোগ বাড়বে। সন্তান অশান্তিতে পড়বে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ : স্নায়ু পীড়া দেখা দেবে। মায়ের ও সন্তানের নানা পীড়া দেখা দেবে। ব্যয় বাড়বে।
মীন : আত্মীয়দের জন্য সংসারে অশান্তি বাড়বে। মায়ের পেটের রোগ বাড়বে। সংসারে ঝামেলা বিরাজ করবে।