সাদা পোশাকের যত্ন
অনলাইন ডেস্ক | ৭ এপ্রিল, ২০২১ ০৮:২৬
সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম হওয়ায় এতে গরম কম লাগে। তাই এ রঙের পোশাক পরতেও আরাম হয়। তবে অন্যান্য রঙের চেয়ে সাদা রঙের পোশাকের যত্ন কিছুটা আলাদা। এ নিয়ে কিছু পরামর্শ-
আলাদাভাবে ধোয়া
সাদা কাপড় অন্য রঙিন পোশাকের সঙ্গে না ধুয়ে আলাদা ধোয়া উচিত। এতে সাদা পোশাকে অন্য কোনো রং লাগার সম্ভাবনা থাকে না। তা ছাড়া যে পাত্রে সাদা পোশাক ধোয়া হবে, সেই পাত্রটিও পরিষ্কার করে নিতে হবে।
কুসুম-গরম পানি : সাদা পোশাক নোংরা বেশি হয় বলে অনেকে পরিষ্কারের জন্য গরম পানি ব্যবহার করেন। তবে খুব বেশি গরম পানিতে পোশাক ধুলে তন্তু ক্ষতিগ্রস্ত হয়। এজন্য হালকা কুসুম-গরম পানি ব্যবহার করা যায়।
রোদে শুকানো : নিয়মিত সাদা কাপড় ব্যবহারে কিছুদিনের মধ্যেই হলদেভাব ও তিলা পড়ার সমস্যা দেখা দেয়। তাই সাদা কাপড় ধোয়ার পর কড়া রোদে শুকানো ভালো। এতে উজ্জ্বলতা বাড়ে। তা ছাড়া সাদা রঙের কাপড়ে হালকা নীল ব্যবহারে দীর্ঘদিন ভালো থাকে। তরল বা গুঁড়ো যে ধরনের নীলই ব্যবহার করা হোক না কেন তা ভালোভাবে পানিতে মিশেছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে সাদা কাপড়ে ছোপ ছোপ নীলের দাগ দেখা দেবে।
ইস্ত্রিতে সতর্কতা : সাদা কাপড় ইস্ত্রি করার সময় তার ওপরে পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগে সাদা কাপড়ে হলদে ভাবের সৃষ্টি হয়।
ভাঁজ উল্টে দেওয়া : সিল্কের সাদা পোশাকের জন্য সতর্ক হওয়া জরুরি। অনেক দিন যদি সাদা কাপড় পরা না হয় তবে কয়েক দিন পরপর আলমারি খুলে তার ভাঁজ উল্টে দিন। কারণ সিল্কের পোশাক ভাঁজে ভাঁজে ছিঁড়ে যেতে পারে। এজন্য সিল্কের কাপড় আলমারির ভেতর হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ এপ্রিল, ২০২১ ০৮:২৬

সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম হওয়ায় এতে গরম কম লাগে। তাই এ রঙের পোশাক পরতেও আরাম হয়। তবে অন্যান্য রঙের চেয়ে সাদা রঙের পোশাকের যত্ন কিছুটা আলাদা। এ নিয়ে কিছু পরামর্শ-
আলাদাভাবে ধোয়া
সাদা কাপড় অন্য রঙিন পোশাকের সঙ্গে না ধুয়ে আলাদা ধোয়া উচিত। এতে সাদা পোশাকে অন্য কোনো রং লাগার সম্ভাবনা থাকে না। তা ছাড়া যে পাত্রে সাদা পোশাক ধোয়া হবে, সেই পাত্রটিও পরিষ্কার করে নিতে হবে।
কুসুম-গরম পানি : সাদা পোশাক নোংরা বেশি হয় বলে অনেকে পরিষ্কারের জন্য গরম পানি ব্যবহার করেন। তবে খুব বেশি গরম পানিতে পোশাক ধুলে তন্তু ক্ষতিগ্রস্ত হয়। এজন্য হালকা কুসুম-গরম পানি ব্যবহার করা যায়।
রোদে শুকানো : নিয়মিত সাদা কাপড় ব্যবহারে কিছুদিনের মধ্যেই হলদেভাব ও তিলা পড়ার সমস্যা দেখা দেয়। তাই সাদা কাপড় ধোয়ার পর কড়া রোদে শুকানো ভালো। এতে উজ্জ্বলতা বাড়ে। তা ছাড়া সাদা রঙের কাপড়ে হালকা নীল ব্যবহারে দীর্ঘদিন ভালো থাকে। তরল বা গুঁড়ো যে ধরনের নীলই ব্যবহার করা হোক না কেন তা ভালোভাবে পানিতে মিশেছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে সাদা কাপড়ে ছোপ ছোপ নীলের দাগ দেখা দেবে।
ইস্ত্রিতে সতর্কতা : সাদা কাপড় ইস্ত্রি করার সময় তার ওপরে পাতলা পরিষ্কার কাপড় রেখে নেওয়া ভালো। কারণ সরাসরি তীব্র তাপ প্রয়োগে সাদা কাপড়ে হলদে ভাবের সৃষ্টি হয়।
ভাঁজ উল্টে দেওয়া : সিল্কের সাদা পোশাকের জন্য সতর্ক হওয়া জরুরি। অনেক দিন যদি সাদা কাপড় পরা না হয় তবে কয়েক দিন পরপর আলমারি খুলে তার ভাঁজ উল্টে দিন। কারণ সিল্কের পোশাক ভাঁজে ভাঁজে ছিঁড়ে যেতে পারে। এজন্য সিল্কের কাপড় আলমারির ভেতর হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।