কন্যার শত্রু ছদ্মবেশে ক্ষতি করবে, স্ত্রীর পরকীয়ায় ক্রোধের সঞ্চার হবে মীনের
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ১৩ জানুয়ারি, ২০২২ ১০:৫৮
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) পদারূঢ়ব্যয়ে শুক্রে ভানুর্স্বভানুবীক্ষিতের ফলে জাতকের কলহ বা বিবাদজনিত কারণে আইন-বিশেষজ্ঞের পারিশ্রমিক রূপে প্রভূত অর্থব্যয় সূচিত হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) উপপদ বা উপপদের দ্বিতীয় রাশির অধিপতি স্বক্ষেত্রেই অবস্থিত হওয়ার ফলে জাতকের পারিবারিক কারণে অধ্যয়নের বিষয়ে ব্যাঘাত ঘটতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন) সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে রক্তপাতের কোনো লক্ষণ নেই। ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) চন্দ্রের অষ্টবর্গে রেখাপাত হওয়াতে জাতকের অভীষ্টবস্তু অর্জনের যোগ রয়েছে। সাধারণত বিদেশে চাকরির ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) জন্মরাশির গোচরস্থানে চন্দ্রের অবস্থানের ফলে জাতকের আর্থিক দৈন্যতা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্যে সুখাদ্যলাভ, উত্তম বস্ত্র লাভ হবে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কেতুগ্রহের সপ্তমে রবির অবস্থানকালে জাতকের শত্রুর পরিবর্তন হবে। শত্রু বন্ধুর ছদ্মবেশে উপকারের আড়ালে অনিষ্ট করবে। সাবধান হোন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শূরো বহুধনভোগী নৃত্যগীতপ্রিয়ঃ সদা, জাতক প্রতিনিয়ত বান্ধব-বান্ধবীদের তার প্রভূত অর্থের কারণে পরিবেষ্টিত হয়ে থাকবেন। সচেতন হোন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) ত্রিংশাংশ অধিপতি নির্ণয়ে দেখা যায় জাতকের মনোরোগের যোগ রয়েছে। পারিবারিক টানাপোড়েনে মানসিক যাতনা আপনাকে ভোগাবে। স্থির হোন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বিংশোত্তরী একাদশপতির দশায় দুস্থানাগ্রস্ত হয়ে জাতক সামাজিক অস্থিরতার শিকার হবেন। অনূঢ়া কন্যার গর্ভস্থ সন্তান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কেন্দ্রে লগ্নপতিযুক্ত হয়ে অবস্থান করায় সহসা সম্পদ বৃদ্ধি হবে। আশা করি খুব শিগগিরই পুরোনো রোগ থেকে আরোগ্য লাভ হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জীবচন্দ্রকুজাঃ পাপা, একো দৈত্যগুরুঃ শুভোঃ নক্ষত্রের কারকতায় জাতক অতিসত্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি অর্জনের যোগ রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) রবিপাপত্বং নাত্রৈব সিংহক্ষে পাপদে অসতি, ফলে জাতকের সংসারের প্রতি বৈরাগ্য দেখা দেবে। স্ত্রীর পরকীয়ার কারণে ক্রোধের সঞ্চার হতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ১৩ জানুয়ারি, ২০২২ ১০:৫৮

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) পদারূঢ়ব্যয়ে শুক্রে ভানুর্স্বভানুবীক্ষিতের ফলে জাতকের কলহ বা বিবাদজনিত কারণে আইন-বিশেষজ্ঞের পারিশ্রমিক রূপে প্রভূত অর্থব্যয় সূচিত হবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) উপপদ বা উপপদের দ্বিতীয় রাশির অধিপতি স্বক্ষেত্রেই অবস্থিত হওয়ার ফলে জাতকের পারিবারিক কারণে অধ্যয়নের বিষয়ে ব্যাঘাত ঘটতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন) সপ্তশূন্য চক্রানুযায়ী জাতকের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে রক্তপাতের কোনো লক্ষণ নেই। ভালো চিকিৎসকের পরামর্শ নিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) চন্দ্রের অষ্টবর্গে রেখাপাত হওয়াতে জাতকের অভীষ্টবস্তু অর্জনের যোগ রয়েছে। সাধারণত বিদেশে চাকরির ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) জন্মরাশির গোচরস্থানে চন্দ্রের অবস্থানের ফলে জাতকের আর্থিক দৈন্যতা দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্যে সুখাদ্যলাভ, উত্তম বস্ত্র লাভ হবে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কেতুগ্রহের সপ্তমে রবির অবস্থানকালে জাতকের শত্রুর পরিবর্তন হবে। শত্রু বন্ধুর ছদ্মবেশে উপকারের আড়ালে অনিষ্ট করবে। সাবধান হোন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শূরো বহুধনভোগী নৃত্যগীতপ্রিয়ঃ সদা, জাতক প্রতিনিয়ত বান্ধব-বান্ধবীদের তার প্রভূত অর্থের কারণে পরিবেষ্টিত হয়ে থাকবেন। সচেতন হোন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) ত্রিংশাংশ অধিপতি নির্ণয়ে দেখা যায় জাতকের মনোরোগের যোগ রয়েছে। পারিবারিক টানাপোড়েনে মানসিক যাতনা আপনাকে ভোগাবে। স্থির হোন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বিংশোত্তরী একাদশপতির দশায় দুস্থানাগ্রস্ত হয়ে জাতক সামাজিক অস্থিরতার শিকার হবেন। অনূঢ়া কন্যার গর্ভস্থ সন্তান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কেন্দ্রে লগ্নপতিযুক্ত হয়ে অবস্থান করায় সহসা সম্পদ বৃদ্ধি হবে। আশা করি খুব শিগগিরই পুরোনো রোগ থেকে আরোগ্য লাভ হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জীবচন্দ্রকুজাঃ পাপা, একো দৈত্যগুরুঃ শুভোঃ নক্ষত্রের কারকতায় জাতক অতিসত্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি অর্জনের যোগ রয়েছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) রবিপাপত্বং নাত্রৈব সিংহক্ষে পাপদে অসতি, ফলে জাতকের সংসারের প্রতি বৈরাগ্য দেখা দেবে। স্ত্রীর পরকীয়ার কারণে ক্রোধের সঞ্চার হতে পারে।