ইতালিয়ান ফ্যাশন কিংবদন্তি চেরুতি মারা গেছেন
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১৪:৫১
ইতালিয়ান ডিজাইনার ও ফ্যাশন উদ্যোক্তাদের একজন নিনো চেরুতি মারা গেছেন। ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পিয়েডমন্টের এক হাসপাতালে মারা যান চেরুতি। নিতম্বে অস্ত্রোপচারের জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
পারিবারিক টেক্সটাইল মিলে চমৎকার ফেব্রিকস উৎপাদনের অভিজ্ঞতা নিয়ে চেরুতি ১৯৫০ সালে পোশাক ব্যবসা শুরু করেন। ১৯৬৭ সালে প্যারিসে প্রথম বুটিকের ব্যবসা চালু করেন তিনি।
পুরুষ ও নারী মডেলদের মাঝে একই পোশাকে ক্যাটওয়াকে হাঁটার ক্ষেত্রে ফ্যাশনে বিপ্লব আনেন চেরুতি। আশির দশকে হলিউডে প্রবেশ করেন তিনি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টস ও টম হ্যাঙ্কসদের মতো তারকা অভিনেতাদের পোশাক ডিজাইন করেন চেরুতি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১৪:৫১

ইতালিয়ান ডিজাইনার ও ফ্যাশন উদ্যোক্তাদের একজন নিনো চেরুতি মারা গেছেন। ৯১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পিয়েডমন্টের এক হাসপাতালে মারা যান চেরুতি। নিতম্বে অস্ত্রোপচারের জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
পারিবারিক টেক্সটাইল মিলে চমৎকার ফেব্রিকস উৎপাদনের অভিজ্ঞতা নিয়ে চেরুতি ১৯৫০ সালে পোশাক ব্যবসা শুরু করেন। ১৯৬৭ সালে প্যারিসে প্রথম বুটিকের ব্যবসা চালু করেন তিনি।
পুরুষ ও নারী মডেলদের মাঝে একই পোশাকে ক্যাটওয়াকে হাঁটার ক্ষেত্রে ফ্যাশনে বিপ্লব আনেন চেরুতি। আশির দশকে হলিউডে প্রবেশ করেন তিনি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টস ও টম হ্যাঙ্কসদের মতো তারকা অভিনেতাদের পোশাক ডিজাইন করেন চেরুতি।
শেয়ার করুন