অর্থ লাভের যোগ মেষের, অর্থ সমাগমের সুযোগ ধনুর
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ১৯ জানুয়ারি, ২০২২ ০৯:৩৩
মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘে্ন পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।
বৃষ : বৃষ জাতক এ-সপ্তাহে মঙ্গল ও বুধগ্রহের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে প্রচুর হালকা গরম পানি পান করবেন।
মিথুন : আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের মাঝামাঝি সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।
কর্কট : আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।
সিংহ : এ-সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থ সংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থ লগ্নী করবেন।
কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে এটি কার্যকরী।
তুলা : আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। এ-সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।
বৃশ্চিক : চতুরতার মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। শঠতায় যাবেন না।
ধনু : অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নী করুন। এবার সফল হবেন।
মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে। ক্রোধ পরিত্যাজ্য।
কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। এ-সপ্তাহে জাতকের মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, নতুবা বিপদের ভয় আছে।
মীন : মীন রাশির জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন, বিপরীত লিঙ্গের আদিরসের ডাকে সাড়া দেবেন না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ১৯ জানুয়ারি, ২০২২ ০৯:৩৩

মেষ : আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘে্ন পার হবে। পুরনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।
বৃষ : বৃষ জাতক এ-সপ্তাহে মঙ্গল ও বুধগ্রহের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে প্রচুর হালকা গরম পানি পান করবেন।
মিথুন : আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের মাঝামাঝি সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আশা করি আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।
কর্কট : আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে সফলতা নিশ্চিত।
সিংহ : এ-সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থ সংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থ লগ্নী করবেন।
কন্যা : আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে এটি কার্যকরী।
তুলা : আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ঠ। এ-সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।
বৃশ্চিক : চতুরতার মাধ্যমে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। শঠতায় যাবেন না।
ধনু : অষ্টমপতি লগ্নের সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নী করুন। এবার সফল হবেন।
মকর : শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে। ক্রোধ পরিত্যাজ্য।
কুম্ভ : শনি গ্রহের যোগ রয়েছে। এ-সপ্তাহে জাতকের মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, নতুবা বিপদের ভয় আছে।
মীন : মীন রাশির জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন, বিপরীত লিঙ্গের আদিরসের ডাকে সাড়া দেবেন না।