বিবাহ না হওয়ার সম্ভাবনা মকরের, আর্থিক চাপের সম্ভাবনা মীনের
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ২২ জুন, ২০২২ ০৯:০৪
মেষ : মেষ রাশির জাতকের বিদেশযাত্রার বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে অনুমতিপত্র পাওয়ার সমস্যা দূর হবে। যাত্রা শুভ।
বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনায় অযথা কষ্ট পাবেন।
মিথুন : পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের পরামর্শ নিন।
কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হবে। উভয়ের পিতা-মাতার দোয়ায় পারিবারিক জোড়া বাঁধার সম্ভাবনা রয়েছে।
সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে রাজযোটকের সাহায্যে সমস্যার সমাধান হবে।
কন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে অনৈতিক ব্যবসায় জড়িয়ে পড়বেন। রাজসেনাপতির হস্তক্ষেপে বিপদ মুক্ত হবেন।
তুলা : সপ্তমপতি ষষ্ঠ স্থানে অবস্থিত হওয়ায় তুলা রাশির জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকটাত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না।
ধনু : জন্মকু-লীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল-দস্তাবেজ আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না।
মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, আপনার প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কুম্ভ : এ সপ্তাহে কুম্ভ জাতকের বিবাহের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মীন : জাতকের শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জ্যোতিষী তারকনাথ মন্ডল | ২২ জুন, ২০২২ ০৯:০৪

মেষ : মেষ রাশির জাতকের বিদেশযাত্রার বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে অনুমতিপত্র পাওয়ার সমস্যা দূর হবে। যাত্রা শুভ।
বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনায় অযথা কষ্ট পাবেন।
মিথুন : পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের পরামর্শ নিন।
কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হবে। উভয়ের পিতা-মাতার দোয়ায় পারিবারিক জোড়া বাঁধার সম্ভাবনা রয়েছে।
সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে রাজযোটকের সাহায্যে সমস্যার সমাধান হবে।
কন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে অনৈতিক ব্যবসায় জড়িয়ে পড়বেন। রাজসেনাপতির হস্তক্ষেপে বিপদ মুক্ত হবেন।
তুলা : সপ্তমপতি ষষ্ঠ স্থানে অবস্থিত হওয়ায় তুলা রাশির জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকটাত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না।
ধনু : জন্মকু-লীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল-দস্তাবেজ আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না।
মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, আপনার প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কুম্ভ : এ সপ্তাহে কুম্ভ জাতকের বিবাহের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মীন : জাতকের শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।