আপনার ভাগ্য
রাশিফলে জেনে নিন, কেমন যাবে দিনটি
জ্যোতিষী তারকনাথ মণ্ডল | ৫ আগস্ট, ২০২২ ০৯:০৬
যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে জাতকের মহর্ষি পরাশরের অষ্টোত্তরী দশা গণনায় দেখা যায় যে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অন্যায় পথে অর্থলাভ গ্রহণ করবেন না।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
নারী-পুরুষ কৃষ্ণপক্ষের জাতক হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থ বা মূল্যবান অলংকার চুরির সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে জাতকের এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত সরকারের সেবায় নিযুক্ত হবেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতক এ সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে প্রভূত অর্থহানি হতে পারে। ফলে পারিবারিক অশান্তি পরিলক্ষিত হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক এ সপ্তাহে খলগ্রহের দীপ্ত্যংশের ফলে পিতার পুনর্বিবাহের যোগ রয়েছে। মায়ের শারীরিক শীতলতার কারণ হতে পারে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতকের ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রীর ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
নারী-পুরুষ নির্বিশেষে সপ্তমপতি লগ্নের নবমস্থানে অর্থাৎ ভাগ্যাস্থানে অবস্থান করায় জাতকের কোনো নারী আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
এ সপ্তাহটা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির বৈশিষ্ট্যের ফলে নিকট কোনো বন্ধুর কারণে মানসিক চাপে ভুগতে পারেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতক ও জাতিকার সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হলে পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করাই উত্তম।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতক-জাতিকা ক্রুরগ্রহের লগ্নের নবমে অবস্থানের ফলে বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে, সামাজিকরূপে হেয়প্রতিপন্ন হবেন। একটু সাবধানে চলবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মীনরাশির জাতকের এ সপ্তাহটা নক্ষত্র জ্যেষ্ঠায় অবস্থানের ফলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে জুয়া বা কোনো ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
জ্যোতিষী তারকনাথ মণ্ডল | ৫ আগস্ট, ২০২২ ০৯:০৬

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতি ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্যমতে) রাশিফল লেখা হলো।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে জাতকের মহর্ষি পরাশরের অষ্টোত্তরী দশা গণনায় দেখা যায় যে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অন্যায় পথে অর্থলাভ গ্রহণ করবেন না।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
নারী-পুরুষ কৃষ্ণপক্ষের জাতক হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। অর্থ বা মূল্যবান অলংকার চুরির সম্ভাবনা রয়েছে। তাই সাবধান হন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে জাতকের এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ রয়েছে। সম্ভবত সরকারের সেবায় নিযুক্ত হবেন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজ বসন্তের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে জাতক সমাজে প্রভূত সম্মান পাবেন।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতক এ সপ্তাহে বিকলগ্রহের ফেরে স্ত্রীর বিলাসিতার কারণে প্রভূত অর্থহানি হতে পারে। ফলে পারিবারিক অশান্তি পরিলক্ষিত হবে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক এ সপ্তাহে খলগ্রহের দীপ্ত্যংশের ফলে পিতার পুনর্বিবাহের যোগ রয়েছে। মায়ের শারীরিক শীতলতার কারণ হতে পারে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতকের ভৃগুসংহিতার সপ্তমেশের অবস্থান অনুযায়ী জানা যায় যে, ব্যবসায়ে প্রভূত অর্থ উপার্জন করবেন। স্ত্রীর ভাগ্যে ব্যবসার উন্নতি হবে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
নারী-পুরুষ নির্বিশেষে সপ্তমপতি লগ্নের নবমস্থানে অর্থাৎ ভাগ্যাস্থানে অবস্থান করায় জাতকের কোনো নারী আত্মীয়ের দ্বারা প্রতারিত হতে পারেন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
এ সপ্তাহটা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর চঞ্চলা প্রকৃতির বৈশিষ্ট্যের ফলে নিকট কোনো বন্ধুর কারণে মানসিক চাপে ভুগতে পারেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতক ও জাতিকার সপ্তমেশ জায়াস্থানে অবস্থিত হলে পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে দৈহিক মিলনের যোগ রয়েছে। আবেগ সংযম করাই উত্তম।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতক-জাতিকা ক্রুরগ্রহের লগ্নের নবমে অবস্থানের ফলে বন্ধু-বান্ধবীর পাল্লায় পড়ে, সামাজিকরূপে হেয়প্রতিপন্ন হবেন। একটু সাবধানে চলবেন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মীনরাশির জাতকের এ সপ্তাহটা নক্ষত্র জ্যেষ্ঠায় অবস্থানের ফলে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে জুয়া বা কোনো ফটকা ব্যবসায় অর্থহানি ঘটতে পারে।