দেশিয় পোশাক শিল্পের মহাযজ্ঞ ‘মেইড ইন বাংলাদেশ উইক’ সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায়। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে প্রথমবারের মতো এ আয়োজন করে পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) পোশাক খাতের প্রদর্শনী উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এসএম মান্নান কচি এবং সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম উপস্থিত ছিলেন।
এতে দেশিয় পোশাক শিল্পের উন্নয়ন, প্রচার ও প্রসারের নানা উদ্যোগ ছিল। ফ্যাশন শোতে ছিল দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা চমন চৌধুরীর পোশাক। জনপ্রিয় র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা ছিলেন শোয়ের কোরিওগ্রাফার। তিনি এবং চমন চৌধুরী মঞ্চে ওঠেন এই ডিজাইনারের পোশাক পরে।
এছাড়া সপ্তাহ জুড়ে এই আয়োজনে চমনের পোশাকের প্রদর্শনী হয়। বরাবরের মতো দেশ-বিদেশের ক্লায়েন্টরা তার পাট দিয়ে অভিনব সব পোশাক ডিজাইন দেখে আপ্লুত হন। এই আয়োজনে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত চমন চৌধুরী।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশিয় শিল্প নিয়ে কাজ করে আসছি গত ২৬ বছর ধরে। কাজের স্বীকৃতি স্বরূপ দেশ বিদেশে নানা সম্মানে ভূষিত হয়েছি। নিয়মিত বিশে^র বিভিন্ন প্রান্তে আমার পোশাক পৌঁছে যাচ্ছে। তবে বিজিএমইএ হলো এই সেক্টরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানাইজেশন। তাদের আয়োজনে আমন্ত্রন পাওয়া এবং একসঙ্গে কাজের সুযোগ পাওয়া আমার কাছে বড় ব্যাপার বলে মনে হয়। কাজ করে আমি ভীষণ আনন্দ পেয়েছি। কারণ এই উদ্যোগের মাধ্যমে আমাদের সোনালি আশ পাটকে নতুন আঙ্গিকে দেশ ও বিদেশের ক্লায়েন্টদের সামনে তুলে ধরার সুযোগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি আরও সম্মানিত যে আমার জুট ক্রিয়েশনের প্রদর্শন দিয়েই এই আয়োজনের উদ্বোধন হয়েছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী আমার পোশাকের প্রশংসা করেন। এছাড়া ছিল ৩৭তম ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন। রেডিসন হোটেলে অনুষ্ঠিত গালা নাইটে অনুষ্ঠিত র্যাম্প শোতে আমার পাটের পোশাকের ফ্যাশন রানওয়ে ছিল। সে সময় উপস্থিত দেশি বিদেশি ডিপ্লোমেট ও বায়াররা উৎসাহ নিয়ে আমার পোশাকের প্রশংসা করেন।’