কবি ফজল শাহাবুদ্দীনের ৮৫ তম জন্মদিনে জলছবির বিশেষ সংখ্যা
নিজস্ব প্রতিবেদক | ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৯
কবি ফজল শাহাবুদ্দীনের ৮৫ তম জন্মদিন বৃহস্পতিবার। কবির জন্মদিবসটি স্মরণে শিল্প-সাহিত্যের পত্রিকা ‘জলছবি’ বৃহৎ কলেবরে একটি বিশেষ স্মরণ সংখ্যা প্রকাশ করেছে।
কবি ফজল শাহাবুদ্দীন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামে ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ৯ ফেব্রুয়ারি ২০১৪ সালে ৭৮ বছর বয়সে তিনি মারা যান।
বাংলা কবিতার একটি আলাদা কণ্ঠস্বর কবি ফজল শাহাবুদ্দীন। কবি এবং ব্যক্তি মিলে তিনি সৃষ্টি করেছেন নিজস্ব জগৎ। তিনি পঞ্চাশের কবি। বেশ কিছু দীর্ঘ কবিতার রচয়িতা তিনি।
বাংলা চলচ্চিত্র সাংবাদিকতায়ও তার অবদান রয়েছে। তার উপন্যাস ও গল্পসমূহ ‘চির আধুনিক ও প্রেমময়।’
তারই একান্ত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছিল বসন্তকালীন কবিতা উৎসব। এ উৎসবে যোগ দিয়েছিলেন বিশ্বের বেশ কটি দেশের প্রথিতযশা কবিবৃন্দ। তিনি একজন ভাষা সৈনিক। ৫২’র সেই উত্তাল দিনগুলোতে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে কবিতা লিখে হয়েছিলেন তৎকালীন সময়ে পাক শাসকের বিরাগভাজন।
কবি ফজল শাহাবুদ্দীন ১৯৮৮ বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা সালে একুশে পদক এবং ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪৯

কবি ফজল শাহাবুদ্দীনের ৮৫ তম জন্মদিন বৃহস্পতিবার। কবির জন্মদিবসটি স্মরণে শিল্প-সাহিত্যের পত্রিকা ‘জলছবি’ বৃহৎ কলেবরে একটি বিশেষ স্মরণ সংখ্যা প্রকাশ করেছে।
কবি ফজল শাহাবুদ্দীন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামে ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ৯ ফেব্রুয়ারি ২০১৪ সালে ৭৮ বছর বয়সে তিনি মারা যান।
বাংলা কবিতার একটি আলাদা কণ্ঠস্বর কবি ফজল শাহাবুদ্দীন। কবি এবং ব্যক্তি মিলে তিনি সৃষ্টি করেছেন নিজস্ব জগৎ। তিনি পঞ্চাশের কবি। বেশ কিছু দীর্ঘ কবিতার রচয়িতা তিনি।
বাংলা চলচ্চিত্র সাংবাদিকতায়ও তার অবদান রয়েছে। তার উপন্যাস ও গল্পসমূহ ‘চির আধুনিক ও প্রেমময়।’
তারই একান্ত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছিল বসন্তকালীন কবিতা উৎসব। এ উৎসবে যোগ দিয়েছিলেন বিশ্বের বেশ কটি দেশের প্রথিতযশা কবিবৃন্দ। তিনি একজন ভাষা সৈনিক। ৫২’র সেই উত্তাল দিনগুলোতে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে কবিতা লিখে হয়েছিলেন তৎকালীন সময়ে পাক শাসকের বিরাগভাজন।
কবি ফজল শাহাবুদ্দীন ১৯৮৮ বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা সালে একুশে পদক এবং ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।