বইয়ের রিভিউ লিখে পুরস্কার পেলেন ১১ তরুণ
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০২১ ২০:৪৯
বইয়ের রিভিউ লিখে পুরস্কার পেয়েছেন ১১ জন তরুণ। অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান কানামাছি ডট কম আয়োজন করেছিল বই রিভিউ প্রতিযোগিতা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- আরশাদ আন আলিব, আলী মোহাম্মদ, সানজিদা আক্তার, স্বপ্না রাজবংশী, শাহরিয়ার ইমন আলভী, মোহাইমেন অর্ক, নুসরাত বর্ষা, জোবায়ের রুবেল, ফয়েজ ইবনে জাফর, জিতু হক।
রবিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি গোলাম কাদের, কবি আরিফ নজরুল।
আয়োজক প্রতিষ্ঠান কানামাছি ডট কমের পরিচালক মাহবুব সেতু বলেন, ‘কথাসাহিত্যিক নিশাত ইসলামের বই নিয়ে এই বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে এ রকম প্রতিযোগিতার আরও আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে সৃজনশীল তরুণদের বইয়ের সাথে সখ্যতা গড়ে উঠবে।’
অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পর সাহিত্যিক নিশাত ইসলামের জন্মদিন উদ্যাপন করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০২১ ২০:৪৯

বইয়ের রিভিউ লিখে পুরস্কার পেয়েছেন ১১ জন তরুণ। অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান কানামাছি ডট কম আয়োজন করেছিল বই রিভিউ প্রতিযোগিতা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- আরশাদ আন আলিব, আলী মোহাম্মদ, সানজিদা আক্তার, স্বপ্না রাজবংশী, শাহরিয়ার ইমন আলভী, মোহাইমেন অর্ক, নুসরাত বর্ষা, জোবায়ের রুবেল, ফয়েজ ইবনে জাফর, জিতু হক।
রবিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি গোলাম কাদের, কবি আরিফ নজরুল।
আয়োজক প্রতিষ্ঠান কানামাছি ডট কমের পরিচালক মাহবুব সেতু বলেন, ‘কথাসাহিত্যিক নিশাত ইসলামের বই নিয়ে এই বই রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে এ রকম প্রতিযোগিতার আরও আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে সৃজনশীল তরুণদের বইয়ের সাথে সখ্যতা গড়ে উঠবে।’
অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পর সাহিত্যিক নিশাত ইসলামের জন্মদিন উদ্যাপন করা হয়।