কলকাতায় সাদাতের প্যাভিলিয়নে যা দেখলেন অমিতাভ-মিথিলা
অনলাইন ডেস্ক | ১০ মার্চ, ২০২২ ১৫:২৭
ছবি: অমিতাভ রেজা চৌধুরীর ফেসবুক থেকে
অতি অল্প সময়ের মাঝে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছেন সাদাত হোসাইন। ভারতের রাজ্যটির বইমেলায় সাদাতের উপস্থিতিতে রীতিমতো হইচই কাণ্ড ঘটে। যার সাক্ষী হলেন ঢাকার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
সম্প্রতি সাদাতের সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেন অমিতাভ, আরও আছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সঙ্গে যোগ করলেন সাদাতের অটোগ্রাফ পেতে ভক্তদের ভিড়ভাট্টার প্রমাণ।
‘আয়নাবাজি’র পরিচালক বৃহস্পতিবার লেখেন, ‘সাদাত হোসাইনের কলকাতার ভক্তদের দেখে রীতিমতো বিস্মিত হয়ে যাবে লোকে। লোকে বলে এ সময় সবচেয়ে পপুলার লেখক কলকাতায়, এই তরুণ। অটোগ্রাফ নিতে কমপক্ষে ১০০ জনের লম্বা লাইন আমি নিজেই দেখলাম। লাভ সাদাত।’
তিনজন মিলে যেন ওই স্থানটি একটুকরো বাংলাদেশ হয়ে যায়— অমিতাভের ছবি ও লেখা শেয়ার করে এ বলেছেন সাদাত। তিনি লেখেন, ‘গতকাল কলকাতা বইমেলায় হঠাৎই হাজির অমিতাভ রেজা চৌধুরী এবং রাফিয়াত রশিদ মিথিলা... প্রবল ব্যস্ততায় খুব একটা গল্প করার সুযোগ না হলেও বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আমরা যেন হয়ে গিয়েছিলাম একটুকরো বাংলাদেশ।’
এর আগ বুধবার সাদাত লেখেন, ‘কলকাতা বইমেলায় আজ ছিল আমার শেষ দিন! সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও পাঠকের যে ঢল নেমেছিল, যে ভালোবাসায় তারা স্নাত করেছেন, তা রীতিমতো অভাবনীয়। খাঁ খাঁ রোদের দুপুরে খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও একটু মন খারাপ নেই, রাগ, বিরক্তি নেই। বরং কাছাকাছি হতেই বুকে জমানো মায়াবী অনুভবের আলোয় যেন উদ্ভাসিত হয়ে ওঠে চারপাশ। ঝলমল করতে থাকে চোখ-মুখ। এই ভালোবাসার তুল্য কী? ভালোবাসার বিনিময় কেবল ভালোবাসাই। প্রিয় কলকাতা, আমাদের এই অপার আলোর মিছিল অন্তহীন হোক।’
‘আবার দেখা হোক’ বলেও আশা প্রকাশ করেন তিনি।
একুশে বইমেলা ও কলকাতা বইমেলা উপলক্ষে পাঠকের হাতে নতুন বই তুলে দিয়েছেন সাদাত। পাশাপাশি এসেছে একাধিক পুরোনো বইয়ের নতুন সংস্করণ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ মার্চ, ২০২২ ১৫:২৭

অতি অল্প সময়ের মাঝে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছেন সাদাত হোসাইন। ভারতের রাজ্যটির বইমেলায় সাদাতের উপস্থিতিতে রীতিমতো হইচই কাণ্ড ঘটে। যার সাক্ষী হলেন ঢাকার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
সম্প্রতি সাদাতের সঙ্গে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেন অমিতাভ, আরও আছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সঙ্গে যোগ করলেন সাদাতের অটোগ্রাফ পেতে ভক্তদের ভিড়ভাট্টার প্রমাণ।
‘আয়নাবাজি’র পরিচালক বৃহস্পতিবার লেখেন, ‘সাদাত হোসাইনের কলকাতার ভক্তদের দেখে রীতিমতো বিস্মিত হয়ে যাবে লোকে। লোকে বলে এ সময় সবচেয়ে পপুলার লেখক কলকাতায়, এই তরুণ। অটোগ্রাফ নিতে কমপক্ষে ১০০ জনের লম্বা লাইন আমি নিজেই দেখলাম। লাভ সাদাত।’
তিনজন মিলে যেন ওই স্থানটি একটুকরো বাংলাদেশ হয়ে যায়— অমিতাভের ছবি ও লেখা শেয়ার করে এ বলেছেন সাদাত। তিনি লেখেন, ‘গতকাল কলকাতা বইমেলায় হঠাৎই হাজির অমিতাভ রেজা চৌধুরী এবং রাফিয়াত রশিদ মিথিলা... প্রবল ব্যস্ততায় খুব একটা গল্প করার সুযোগ না হলেও বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আমরা যেন হয়ে গিয়েছিলাম একটুকরো বাংলাদেশ।’
এর আগ বুধবার সাদাত লেখেন, ‘কলকাতা বইমেলায় আজ ছিল আমার শেষ দিন! সাপ্তাহিক ছুটির দিন না হওয়া সত্ত্বেও পাঠকের যে ঢল নেমেছিল, যে ভালোবাসায় তারা স্নাত করেছেন, তা রীতিমতো অভাবনীয়। খাঁ খাঁ রোদের দুপুরে খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও একটু মন খারাপ নেই, রাগ, বিরক্তি নেই। বরং কাছাকাছি হতেই বুকে জমানো মায়াবী অনুভবের আলোয় যেন উদ্ভাসিত হয়ে ওঠে চারপাশ। ঝলমল করতে থাকে চোখ-মুখ। এই ভালোবাসার তুল্য কী? ভালোবাসার বিনিময় কেবল ভালোবাসাই। প্রিয় কলকাতা, আমাদের এই অপার আলোর মিছিল অন্তহীন হোক।’
‘আবার দেখা হোক’ বলেও আশা প্রকাশ করেন তিনি।
একুশে বইমেলা ও কলকাতা বইমেলা উপলক্ষে পাঠকের হাতে নতুন বই তুলে দিয়েছেন সাদাত। পাশাপাশি এসেছে একাধিক পুরোনো বইয়ের নতুন সংস্করণ।