বেস্টসেলার লেখক প্যাটারসন মারা গেছেন
অনলাইন ডেস্ক | ১০ এপ্রিল, ২০২২ ১৫:৩৫
লেখক হেনরি প্যাটারসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। প্যাটারসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বইয়ের প্রকাশক হার্পারকলিন্স।
বিশ্বের অন্যতম এই প্রকাশনা সংস্থা জানায়, প্যাটারসন জার্সিতে পরিবারবেষ্টিত অবস্থায় মারা যান। তাদের চোখে কিংবদন্তিতুল্য লেখক ছিলেন এই ঔপন্যাসিক।
প্যাটারসনের বিখ্যাত উপন্যাস ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’ সর্বোচ্চ বিক্রীত বইয়ের একটি। যুদ্ধ ও থ্রিলারে ভরপুর বইটিতে উঠে এসেছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ঘটনা। ‘জ্যাক হিগিন্স’ ছদ্মনামে নাৎসি বাহিনী কর্তৃক স্যার উইন্সটন চার্চিলকে অপহরণের প্লট নিয়ে উপন্যাসটি লেখেন তিনি।
যা বিক্রি হয় ৫০ মিলিয়ন কপি। পরবর্তীতে ১৯৭৬ সালে এই উপন্যাস থেকে একই নামে চলচ্চিত্র নির্মিত হয়। যেখানে পর্দা ভাগাভাগি করেন রবার্ট ডুভাল, ডোনাল্ড সাদারল্যান্ড ও স্যার মাইকেল কেইনের মতো স্বনামধন্য অভিনেতারা।
শিক্ষক থাকা অবস্থায় লেখালেখি শুরু প্যাটারসনের। ১৯৫৯ থেকে ২০১৭ পর্যন্ত মোট ৮৫টি উপন্যাস লেখেন তিনি। লেখালেখির ক্যারিয়ারে ২৫০ মিলিয়নের বেশি বই বিক্রি হয়েছে প্যাটারসনের। তার অন্যান্য উল্লেখযোগ্য বই— কামস দ্য ডার্ক স্ট্রেঞ্জার, হেল ইজ ট্যু ক্রাউডেড এবং ট্যু ক্যাচ আ কিং।
প্যাটারসনের জন্ম যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইনে। লিডসে যাওয়ার আগে তিনি বেড়ে ওঠেন বেলফাস্টে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করার পর লেখালেখি শুরু তার। ১৯৫৯ সালে প্রকাশিত হয় প্যাটারসনের প্রথম উপন্যাস ‘স্যাড উইন্ড ফ্রম দ্য সী’। এই উপন্যাসের জন্য ৭৫ পাউন্ড অগ্রিম রয়্যালটি পান তিনি।
২০১৭ সালে প্রকাশিত হয় তার শেষ বই ‘দ্য মিডনাইট বেল’। যা ছিল সানডে টাইমসের বেস্ট সেলার তালিকায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ এপ্রিল, ২০২২ ১৫:৩৫

লেখক হেনরি প্যাটারসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। প্যাটারসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বইয়ের প্রকাশক হার্পারকলিন্স।
বিশ্বের অন্যতম এই প্রকাশনা সংস্থা জানায়, প্যাটারসন জার্সিতে পরিবারবেষ্টিত অবস্থায় মারা যান। তাদের চোখে কিংবদন্তিতুল্য লেখক ছিলেন এই ঔপন্যাসিক।
প্যাটারসনের বিখ্যাত উপন্যাস ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’ সর্বোচ্চ বিক্রীত বইয়ের একটি। যুদ্ধ ও থ্রিলারে ভরপুর বইটিতে উঠে এসেছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ঘটনা। ‘জ্যাক হিগিন্স’ ছদ্মনামে নাৎসি বাহিনী কর্তৃক স্যার উইন্সটন চার্চিলকে অপহরণের প্লট নিয়ে উপন্যাসটি লেখেন তিনি।
যা বিক্রি হয় ৫০ মিলিয়ন কপি। পরবর্তীতে ১৯৭৬ সালে এই উপন্যাস থেকে একই নামে চলচ্চিত্র নির্মিত হয়। যেখানে পর্দা ভাগাভাগি করেন রবার্ট ডুভাল, ডোনাল্ড সাদারল্যান্ড ও স্যার মাইকেল কেইনের মতো স্বনামধন্য অভিনেতারা।
শিক্ষক থাকা অবস্থায় লেখালেখি শুরু প্যাটারসনের। ১৯৫৯ থেকে ২০১৭ পর্যন্ত মোট ৮৫টি উপন্যাস লেখেন তিনি। লেখালেখির ক্যারিয়ারে ২৫০ মিলিয়নের বেশি বই বিক্রি হয়েছে প্যাটারসনের। তার অন্যান্য উল্লেখযোগ্য বই— কামস দ্য ডার্ক স্ট্রেঞ্জার, হেল ইজ ট্যু ক্রাউডেড এবং ট্যু ক্যাচ আ কিং।
প্যাটারসনের জন্ম যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইনে। লিডসে যাওয়ার আগে তিনি বেড়ে ওঠেন বেলফাস্টে। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করার পর লেখালেখি শুরু তার। ১৯৫৯ সালে প্রকাশিত হয় প্যাটারসনের প্রথম উপন্যাস ‘স্যাড উইন্ড ফ্রম দ্য সী’। এই উপন্যাসের জন্য ৭৫ পাউন্ড অগ্রিম রয়্যালটি পান তিনি।
২০১৭ সালে প্রকাশিত হয় তার শেষ বই ‘দ্য মিডনাইট বেল’। যা ছিল সানডে টাইমসের বেস্ট সেলার তালিকায়।