প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন, ২০২২ ১২:৩৪
‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। কবিতায় আলতাফ শাহনেওয়াজ, প্রবন্ধে মোজাফ্ফর হোসেন, শিশুসাহিত্যে ইমরুল ইউসুফ ও কথাসাহিত্যে নাজনীন শুভ্রা পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে শিশুসাহিত্যিক রহীম শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি. এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি ও গবেষক ড. তপন বাগচী।
প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানান প্রকাশক মঈন মুরসালীন। তিনি বলেন, দেশের গুণি চার লেখককে এই পুরস্কার প্রদান করতে পেরে প্রতিভা প্রকাশ গৌরববোধ করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুন, ২০২২ ১২:৩৪

‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়। কবিতায় আলতাফ শাহনেওয়াজ, প্রবন্ধে মোজাফ্ফর হোসেন, শিশুসাহিত্যে ইমরুল ইউসুফ ও কথাসাহিত্যে নাজনীন শুভ্রা পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে শিশুসাহিত্যিক রহীম শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি. এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি ও গবেষক মজিদ মাহমুদ, কবি ও গবেষক ড. তপন বাগচী।
প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে বলে জানান প্রকাশক মঈন মুরসালীন। তিনি বলেন, দেশের গুণি চার লেখককে এই পুরস্কার প্রদান করতে পেরে প্রতিভা প্রকাশ গৌরববোধ করছে।