বিধ্বস্ত এই কপ্টারে ছিলেন ফরিদুর রেজাসহ ৬ জন
রাজশাহী প্রতিনিধি | ১১ অক্টোবর, ২০১৮ ১৭:৫৬
জরুরি অবতরণের সময় নির্মাণাধীন ভবনে বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি: সংগৃহীত
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ছয়জন আরোহী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের একটি হেলিকপ্টার উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে।
বিরূপ আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়িতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটি রীতিমতো বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনায় আরোহীরা সবাই নিরাপদ আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হেলিকপ্টারটিতে ফরিদুর রেজা সাগর ছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। তাদের সঙ্গে ছিলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতী।
ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতীকে রাজশাহীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নভো এয়ারের একটি ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে তাদের ঢাকায় পৌঁছার কথা।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া স্থানীয় আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ফেরার পথে তাদের নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
রাজশাহী প্রতিনিধি | ১১ অক্টোবর, ২০১৮ ১৭:৫৬

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ছয়জন আরোহী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের একটি হেলিকপ্টার উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে।
বিরূপ আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়িতে জরুরি অবতরণের সময় হেলিকপ্টারটি রীতিমতো বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনায় আরোহীরা সবাই নিরাপদ আছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হেলিকপ্টারটিতে ফরিদুর রেজা সাগর ছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। তাদের সঙ্গে ছিলেন রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতী।
ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন চিশতীকে রাজশাহীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নভো এয়ারের একটি ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে তাদের ঢাকায় পৌঁছার কথা।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণকিশোরী নেটওয়ার্কের প্রধান ফারজানা ব্রাউনিয়া স্থানীয় আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
ফেরার পথে তাদের নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জরুরি অবতরণে বাধ্য হয়।