‘সন্ত্রাসী দলের’ সঙ্গে আলোচনার সুযোগ নেই: হানিফ
নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০১৮ ১৮:৩৮
ফাইল ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী দলের সাথে আলাপ আলোচনার সুযোগ নেই। তথাকথিত আন্দোলনের বুলি এইগুলো দিয়েও কাজ হবে না।
শনিবার দুপুরে শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। খবর: বাসস।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর আর কারো কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি জনধিকৃত দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে, আন্তর্জাকিভাবে কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসী কোন দলের রাজনৈতিক কর্মকান্ড করার নৈতিক অধিকার থাকতে পারে না।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন নিয়ে জনগণ আর কখনো ভাববে না, তাদের সন্ত্রাস ও নাশকতা থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেটাই ভাববে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০১৮ ১৮:৩৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
জাতীয় নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী দলের সাথে আলাপ আলোচনার সুযোগ নেই। তথাকথিত আন্দোলনের বুলি এইগুলো দিয়েও কাজ হবে না।
শনিবার দুপুরে শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। খবর: বাসস।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের পতন ঘটানোর আর কারো কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি জনধিকৃত দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে, আন্তর্জাকিভাবে কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসী কোন দলের রাজনৈতিক কর্মকান্ড করার নৈতিক অধিকার থাকতে পারে না।
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন নিয়ে জনগণ আর কখনো ভাববে না, তাদের সন্ত্রাস ও নাশকতা থেকে দেশকে কিভাবে রক্ষা করা যায় সেটাই ভাববে।