ঝালকাঠিতে গৃহবধূর ঝুলন্ত লাশ
ঝালকাঠি প্রতিনিধি | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৬
ঝালকাঠির রাজাপুর উপজেলায় রিমা আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাতুরিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রিমা সাতুরিয়া গ্রামের মালয়শিয়া প্রবাসী মো. হাবিবুর রহমানের স্ত্রী। সে উপজেলার পূর্বফুলহার গ্রামের মোদাচ্ছের আলী আকনের মেয়ে।
স্থানীয়রা জানায়, রিমা আক্তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এক ঘরেই বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রিমাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
রিমার বড় ভাই সোলায়মান ইসলাম পারভেজ অভিযোগ করে বলেন, রিমা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের দেবর বরকত হোসেন সন্দেহজনক ভাবে গাঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, রিমার লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝালকাঠি প্রতিনিধি | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় রিমা আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাতুরিয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রিমা সাতুরিয়া গ্রামের মালয়শিয়া প্রবাসী মো. হাবিবুর রহমানের স্ত্রী। সে উপজেলার পূর্বফুলহার গ্রামের মোদাচ্ছের আলী আকনের মেয়ে।
স্থানীয়রা জানায়, রিমা আক্তার শ্বশুর শাশুড়ির সঙ্গে এক ঘরেই বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে রিমাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। রিমার বড় ভাই সোলায়মান ইসলাম পারভেজ অভিযোগ করে বলেন, রিমা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের দেবর বরকত হোসেন সন্দেহজনক ভাবে গাঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, রিমার লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।