নড়াইলে অস্ত্র-গুলিসহ শিবির নেতা আটক
নড়াইল প্রতিনিধি | ৮ ডিসেম্বর, ২০১৮ ০৯:১০
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।
আটক রফিকুল বিল-ধুড়িয়া গ্রামের ক্বারী আবদুল মালেক সিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন খান জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কালিয়া উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল, কালিয়া) মো. মেহেদী হাসান মাসুম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। রফিকুলের নামে আরো তিনটি মামলা রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নড়াইল প্রতিনিধি | ৮ ডিসেম্বর, ২০১৮ ০৯:১০

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।
আটক রফিকুল বিল-ধুড়িয়া গ্রামের ক্বারী আবদুল মালেক সিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন খান জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কালিয়া উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছে একটি ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল, কালিয়া) মো. মেহেদী হাসান মাসুম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। রফিকুলের নামে আরো তিনটি মামলা রয়েছে।
শেয়ার করুন