নেশার টাকা না পেয়ে দুলাভাইকে খুন
গাজীপুর প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৯
গাজীপুরে নেশার টাকা না পেয়ে দুলাভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম রহিম মিয়া (৩৮)। তিনি কুমিল্লার লাকসাম থানার আউচপাড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, রহিম বিয়ের পর মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় তার শ্বশুরের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।
ওসি আলমগীর হোসেন জানান, সজিব মাদক সেবন করতেন। শনিবার তার দুলাভাই রহিম মিয়া ও বোন খালেদার কাছে নেশা করার জন্য টাকা চান। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে সজিব তার দুলাভাই রহিম মিয়াকে একতারা দিয়ে ঘাড়ে আঘাত করেন এবং গলায় হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। এতে রহিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই সজিব পালিয়ে যান। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন্নাহার জানান, শনিবার রাতে মৃত অবস্থায় রহিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের গলায় দাগ রয়েছে।
পুলিশ খবর পেয়ে রোববার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৯

গাজীপুরে নেশার টাকা না পেয়ে দুলাভাইকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম রহিম মিয়া (৩৮)। তিনি কুমিল্লার লাকসাম থানার আউচপাড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, রহিম বিয়ের পর মৌচাক আড়াবাড়ি দিঘিরপাড় এলাকায় তার শ্বশুরের জমিতে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করতেন।
ওসি আলমগীর হোসেন জানান, সজিব মাদক সেবন করতেন। শনিবার তার দুলাভাই রহিম মিয়া ও বোন খালেদার কাছে নেশা করার জন্য টাকা চান। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে সজিব তার দুলাভাই রহিম মিয়াকে একতারা দিয়ে ঘাড়ে আঘাত করেন এবং গলায় হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। এতে রহিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই সজিব পালিয়ে যান। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুন্নাহার জানান, শনিবার রাতে মৃত অবস্থায় রহিম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের গলায় দাগ রয়েছে।
পুলিশ খবর পেয়ে রোববার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।