গাছের সঙ্গে পুলিশবাহী বাসের ধাক্কায় আহত ১২
ঝালকাঠি প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৫
ঝালকাঠির রাজাপুরে পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় ১০ নারীসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠীতে এ দুর্ঘটনা ঘটে।
বাৎসরিক অস্ত্র প্রশিক্ষণ শেষে খুলনা থেকে ফরাজী পরিবহনের ওই বাসে করে মেট্রোপলিটন পুলিশের ৩৬ জন সদস্য বরিশাল ফিরছিলেন বলে জানা গেছে।
রোববার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, বাসটি রাজাপুরের নৈকাঠী এলাকায় আসলে সামনের অংশের ডান পাশের চাকা খুলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের দিকে থাকা পুলিশ সদস্যরা আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে রাজাপুর থানা পুলিশ।
আহতদের মধ্যে একজন উপপরিদর্শক রয়েছেন। বাকিরা কনস্টেবল (সিপাহী)।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের মাহমুদ বলেন, “আমাদের হাসপাতাল থেকে আহত ১২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর চার নারী পুলিশ সদস্যকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।”
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঝালকাঠি প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৫

ঝালকাঠির রাজাপুরে পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় ১০ নারীসহ ১২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার নৈকাঠীতে এ দুর্ঘটনা ঘটে।
বাৎসরিক অস্ত্র প্রশিক্ষণ শেষে খুলনা থেকে ফরাজী পরিবহনের ওই বাসে করে মেট্রোপলিটন পুলিশের ৩৬ জন সদস্য বরিশাল ফিরছিলেন বলে জানা গেছে।
রোববার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, বাসটি রাজাপুরের নৈকাঠী এলাকায় আসলে সামনের অংশের ডান পাশের চাকা খুলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের দিকে থাকা পুলিশ সদস্যরা আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে রাজাপুর থানা পুলিশ।
আহতদের মধ্যে একজন উপপরিদর্শক রয়েছেন। বাকিরা কনস্টেবল (সিপাহী)।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের মাহমুদ বলেন, “আমাদের হাসপাতাল থেকে আহত ১২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর চার নারী পুলিশ সদস্যকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।”
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।