নেত্রকোনায় আ’লীগের মিছিলে পেট্রোলবোমা, আহত ৭
নেত্রকোনা প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:০৭
আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় আহতদের একজন। ছবি: দেশ রূপান্তর
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব।
আহতরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য রুবেল, মোহন, সুফল, লিমন, তুহিন ও শিবলু।
আহতদের সবাইকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুবেল ও সুফলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি অভি রঞ্জন দেব জানান, উপজেলা সদরের ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আহত হয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল পেট্রোলবোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “নির্বাচন বানচাল করতে বিএনপি এ ধরনের হামলা চালিয়েছে।”
এ ব্যাপারে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নেত্রকোনা প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:০৭

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব।
আহতরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সদস্য রুবেল, মোহন, সুফল, লিমন, তুহিন ও শিবলু।
আহতদের সবাইকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুবেল ও সুফলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি অভি রঞ্জন দেব জানান, উপজেলা সদরের ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আহত হয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল পেট্রোলবোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “নির্বাচন বানচাল করতে বিএনপি এ ধরনের হামলা চালিয়েছে।”
এ ব্যাপারে স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।