কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৯
সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেপ টেনিস বল মনে করে খেলার সময় তিন শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- দুই সহদোর রিফাত (৭) ও রাব্বি (১১) এবং তাদের বন্ধু সিফাত (৭)। তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এ দিন বিকেলে তিন শিশু বিসিক বাসস্ট্যান্ডের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন এলএসডি খাদ্য গুদামের পাশে খেলছিল। সেখানে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কুড়িয়ে পায়। এটিকে টেপ টেনিস বল মনে করে তারা খেলতে থাকে।
একপর্যায়ে সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে তিনজনই আহত হয়। আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করে।
পুলিশ জানায়, ককটেলের আঘাতে রিফাত ও রাব্বির দুই পা আর সিফাতের শরীরে সামান্য আঘাত লেগেছে।
রিফাতের বাবা বাচ্চু সরকার বলেন, “আমাদের বাড়িঘর না থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে মহাসড়কের পাশে ঘর তুলে বাস করি। আমার দুই ছেলে ও তাদের বন্ধু ককটেলকে ক্রিকেট বল ভেবে খেলার সময় বিস্ফোরণে তারা আহত হয়।”
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, আহতরা এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে, তেমন গুরুতর নয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেলকে টেপ টেনিস বল মনে করে খেলার সময় তিন শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- দুই সহদোর রিফাত (৭) ও রাব্বি (১১) এবং তাদের বন্ধু সিফাত (৭)। তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এ দিন বিকেলে তিন শিশু বিসিক বাসস্ট্যান্ডের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন এলএসডি খাদ্য গুদামের পাশে খেলছিল। সেখানে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু কুড়িয়ে পায়। এটিকে টেপ টেনিস বল মনে করে তারা খেলতে থাকে।
একপর্যায়ে সেটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে তিনজনই আহত হয়। আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করে।
পুলিশ জানায়, ককটেলের আঘাতে রিফাত ও রাব্বির দুই পা আর সিফাতের শরীরে সামান্য আঘাত লেগেছে।
রিফাতের বাবা বাচ্চু সরকার বলেন, “আমাদের বাড়িঘর না থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে মহাসড়কের পাশে ঘর তুলে বাস করি। আমার দুই ছেলে ও তাদের বন্ধু ককটেলকে ক্রিকেট বল ভেবে খেলার সময় বিস্ফোরণে তারা আহত হয়।”
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, আহতরা এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে, তেমন গুরুতর নয়।