হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ট্রেন থেকে পড়ে নিহত ৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৮
ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন।
শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকশী হার্ডিঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দিহার হাট এলাকার জালাল উদ্দিনের ছেলে রবিউল আলম (২০) এবং একই উপজেলার শৈলপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম (১৬)।
গুরুতর আহত ব্যক্তির নাম শান্ত ইসলাম (২১)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রেজাউল ইসলামের ছেলে।
শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোর ৫টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল। সে সময় ট্রেনের ছাদে থাকা ওই ব্যক্তিরা ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ঈশ্বরদী অংশে রবিউল আলম ও আব্দুল হাকিম নিহত হন। ভেড়ামারা প্রান্তে আরেক ব্যক্তি পড়ে নিহত হয়েছেন।
শান্ত ইসলাম নামের অপর একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৮

ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন গুরুতর আহত হন।
শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাকশী হার্ডিঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দিহার হাট এলাকার জালাল উদ্দিনের ছেলে রবিউল আলম (২০) এবং একই উপজেলার শৈলপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম (১৬)।
গুরুতর আহত ব্যক্তির নাম শান্ত ইসলাম (২১)। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রেজাউল ইসলামের ছেলে।
শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোর ৫টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল। সে সময় ট্রেনের ছাদে থাকা ওই ব্যক্তিরা ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ঈশ্বরদী অংশে রবিউল আলম ও আব্দুল হাকিম নিহত হন। ভেড়ামারা প্রান্তে আরেক ব্যক্তি পড়ে নিহত হয়েছেন।
শান্ত ইসলাম নামের অপর একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।