ঈশ্বরদীতে আগুনে ছাই ১২ হাজার মুরগির বাচ্চা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৮
ঈশ্বরদীতে ভয়াবহ আগুনে ১২ হাজার মুরগির বাচ্চা ভস্মীভূত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের চকনারিচা এলাকায় অবস্থিত অ্যাডভান্স চিকস্ লিমিটেড নামের মুরগির বাচ্চা ফোটানোর প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কারখানার সমস্ত মুরগির বাচ্চা আগুনে পুড়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলাম খাঁন দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রতিষ্ঠানে থাকা ১২ হাজার মুরগির বাচ্চা ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়। এতে তার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার আরিফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির ভেতরের প্যানেল বোর্ডের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। ভেতরে থাকা গ্যাস ভর্তি ৪৫টি সিলিন্ডার পুড়ে যায়।
মালামালের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, অ্যাডভান্স চিকস্ নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকেই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৮

ঈশ্বরদীতে ভয়াবহ আগুনে ১২ হাজার মুরগির বাচ্চা ভস্মীভূত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের চকনারিচা এলাকায় অবস্থিত অ্যাডভান্স চিকস্ লিমিটেড নামের মুরগির বাচ্চা ফোটানোর প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কারখানার সমস্ত মুরগির বাচ্চা আগুনে পুড়ে যায়।
প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলাম খাঁন দাবি করেন, অগ্নিকাণ্ডে তার প্রতিষ্ঠানে থাকা ১২ হাজার মুরগির বাচ্চা ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়। এতে তার প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার আরিফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির ভেতরের প্যানেল বোর্ডের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে বিকট শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। ভেতরে থাকা গ্যাস ভর্তি ৪৫টি সিলিন্ডার পুড়ে যায়।
মালামালের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, অ্যাডভান্স চিকস্ নামের ওই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকেই মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।