কসবা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফুল ইসলাম নামে এক উপজেলা বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের খারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরীফুল ইসলাম কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, শরীফুলের বিরুদ্ধে কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশজুড়ে নির্বাচনী প্রচারে বাধা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারে বিএনপির অভিযোগের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
তবে শনিবার রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, পুরনো মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। নতুন করে কাউকে হয়রানি করা হচ্ছে না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফুল ইসলাম নামে এক উপজেলা বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের খারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরীফুল ইসলাম কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, শরীফুলের বিরুদ্ধে কসবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশজুড়ে নির্বাচনী প্রচারে বাধা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারে বিএনপির অভিযোগের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
তবে শনিবার রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, পুরনো মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। নতুন করে কাউকে হয়রানি করা হচ্ছে না।
শেয়ার করুন