চুয়াডাঙ্গা যুবদলের সভাপতিকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৮
দুর্বৃত্তদের হামলায় জখম চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের চিকিৎসা চলছে। ছবি: দেশ রূপান্তর
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাগান পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত সিজারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাগান পাড়ার বাসিন্দা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ওই দোকানে এসে শরীফকে উপর্যুপরি কোপাতে থাকে। এরপর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
পরে স্থানীয়রা সিজারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানোর কারণে শরীফ উর জামানের পিঠে ও হাতের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য থাকে ঢাকাতে রেফার্ড করা হতে পারে।
এদিকে, জেলা যুবদলের সভাপতির উপর হামলার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ হামলার জন্য সরকারি দলকে দায়ী করে রাতেই ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপির শীর্ষ নেতারা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সঙ্গে দেখা করেন এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে অবহিত করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কেন্দ্রিক কি না তা তদন্ত করে দেখা হবে। তবে হামলার ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০৮:৫৮

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাগান পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত সিজারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাগান পাড়ার বাসিন্দা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন ওই দোকানে এসে শরীফকে উপর্যুপরি কোপাতে থাকে। এরপর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
পরে স্থানীয়রা সিজারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানোর কারণে শরীফ উর জামানের পিঠে ও হাতের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য থাকে ঢাকাতে রেফার্ড করা হতে পারে।
এদিকে, জেলা যুবদলের সভাপতির উপর হামলার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, ঐক্যফ্রন্টের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ হামলার জন্য সরকারি দলকে দায়ী করে রাতেই ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফসহ বিএনপির শীর্ষ নেতারা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সঙ্গে দেখা করেন এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে অবহিত করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কেন্দ্রিক কি না তা তদন্ত করে দেখা হবে। তবে হামলার ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।