নীলফামারীতে জামায়াতের হামলায় তিন পুলিশ আহত
নিলফামারী প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩১
নীলফামারীর ডোমারে জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটপাটকেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ডোমার উপজেলা শহরের পেট্রল পাম্প মোড়সংলগ্ন মনজুপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এ সময় জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রোববার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যাপারী।
রোববার বিকালের দিকে মোকছেদ আলী ব্যাপারী মুঠোফোনে জানান, শনিবার রাতে ডোমার থানার উপ-পরিদর্শক খাদেমুলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলা শহরের মনজুপাড়া এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায়। এসময় ওই এলাকায় থাকা জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।
এতে পুলিশের এ.এস.আই ফারুক হোসেন, কনস্টেবল রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম আহত হন। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ধাওয়া করে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করে।
এরা হলেন, ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি গ্রামের খমির উদ্দিন পাড়ার মোস্তাকিনের ছেলে শিবিরকর্মী জাহাঙ্গীর আলম (২৪), একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং জামায়াতকর্মী ডোমার উপজেলার বড় রাউতা গ্রামের আজগর আলীর ছেলে মজিবর মুন্সি(৫০) ও সামসুদ্দিনের ছেলে ইউসুফ আলী(৫০)।
আহত তিন পুলিশ সদস্য রাতেই ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় রোববার দুপুরের দিকে উপ-পরির্দশক খাদেমুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিকালের দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
শেয়ার করুন
নিলফামারী প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩১

নীলফামারীর ডোমারে জামায়াত-শিবিরের কর্মীদের ছোড়া ইটপাটকেলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার গভীর রাতে ডোমার উপজেলা শহরের পেট্রল পাম্প মোড়সংলগ্ন মনজুপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এ সময় জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রোববার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যাপারী।
রোববার বিকালের দিকে মোকছেদ আলী ব্যাপারী মুঠোফোনে জানান, শনিবার রাতে ডোমার থানার উপ-পরিদর্শক খাদেমুলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলা শহরের মনজুপাড়া এলাকায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে যায়। এসময় ওই এলাকায় থাকা জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।
এতে পুলিশের এ.এস.আই ফারুক হোসেন, কনস্টেবল রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম আহত হন। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা ধাওয়া করে জামায়াত-শিবিরের ৪ কর্মীকে আটক করে।
এরা হলেন, ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি গ্রামের খমির উদ্দিন পাড়ার মোস্তাকিনের ছেলে শিবিরকর্মী জাহাঙ্গীর আলম (২৪), একই এলাকার আব্দুল খালেকের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) এবং জামায়াতকর্মী ডোমার উপজেলার বড় রাউতা গ্রামের আজগর আলীর ছেলে মজিবর মুন্সি(৫০) ও সামসুদ্দিনের ছেলে ইউসুফ আলী(৫০)।
আহত তিন পুলিশ সদস্য রাতেই ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় রোববার দুপুরের দিকে উপ-পরির্দশক খাদেমুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিকালের দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।