বেপরোয়া বাস কেড়ে নিল মা-মেয়ের প্রাণ
সাভার প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৮
সাভারে দ্রুতগতির একটি বাস উল্টে এক নারী (৩০) ও তার মেয়ে (১০) নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি হঠাৎ ব্রেক করে মহাসড়কের উপর উল্টে গেলে মা ও মেয়ে চাপা পড়েন।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন বাসের ২০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে দুর্ঘটনার পরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নবীনগর থেকে সাভার যাচ্ছিল। মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছালে রাস্তায় স্পিড ব্রেকার দেখে হঠাৎ ব্রেক করায় বাসটি উল্টে যায়।
এসময় ওই বাসে থাকা এক নারী যাত্রী ও তার মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় কমপক্ষে ২০ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদিকে যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর উল্টে গেলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে স্থানীয় লোকজন এবং পথচারীরা বাসটিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হলে একটি রেকার বাসটি সরিয়ে নেয়।
এসময় বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়া মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করে বাসের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সাভার প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৮

সাভারে দ্রুতগতির একটি বাস উল্টে এক নারী (৩০) ও তার মেয়ে (১০) নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি হঠাৎ ব্রেক করে মহাসড়কের উপর উল্টে গেলে মা ও মেয়ে চাপা পড়েন।
সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন বাসের ২০ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে দুর্ঘটনার পরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে নবীনগর থেকে সাভার যাচ্ছিল। মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছালে রাস্তায় স্পিড ব্রেকার দেখে হঠাৎ ব্রেক করায় বাসটি উল্টে যায়।
এসময় ওই বাসে থাকা এক নারী যাত্রী ও তার মেয়ে শিশু বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় কমপক্ষে ২০ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদিকে যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর উল্টে গেলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে স্থানীয় লোকজন এবং পথচারীরা বাসটিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হলে একটি রেকার বাসটি সরিয়ে নেয়।
এসময় বাসের নিচে চাপা পড়ে মারা যাওয়া মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করে বাসের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।