উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি
বাগেরহাট প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০৯:১৪
দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (হেড ক্লার্ক) অসীম কুমার চক্রবর্ত্তী (৫৫)।
সোমবার রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার আট্টাকি কুণ্ডুপাড়া গ্রামে দুর্বৃত্তরা ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় লোকজন অসীমকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কি কারণে হাসপাতালের ওই কর্মকর্তাকে গুলি করেছে তাৎক্ষণিক পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার দেশ রূপান্তরকে বলেন, “অসীম কুমারের পিঠে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিটি শরীরের ভেতরে রয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তার শরীরে অস্ত্রোপচার করতে হবে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ দেশ রূপান্তরকে বলেন, কুণ্ডুপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন অসীম। এসময় পেছন থেকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারণে তাকে গুলি করেছে তা উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০৯:১৪

দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (হেড ক্লার্ক) অসীম কুমার চক্রবর্ত্তী (৫৫)।
সোমবার রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার আট্টাকি কুণ্ডুপাড়া গ্রামে দুর্বৃত্তরা ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় লোকজন অসীমকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা কি কারণে হাসপাতালের ওই কর্মকর্তাকে গুলি করেছে তাৎক্ষণিক পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার দেশ রূপান্তরকে বলেন, “অসীম কুমারের পিঠে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিটি শরীরের ভেতরে রয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তার শরীরে অস্ত্রোপচার করতে হবে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাহিদ দেশ রূপান্তরকে বলেন, কুণ্ডুপাড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন অসীম। এসময় পেছন থেকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারণে তাকে গুলি করেছে তা উদ্ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।