গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে নিহত ১১
গোপালগঞ্জ প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩০
গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতদের আটজন পুরুষ, দুজন শিশু ও একজন নারী।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি- হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গোপালগঞ্জ প্রতিনিধি | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩০

গোপালগঞ্জের হরিদাসপুরে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
নিহতদের আটজন পুরুষ, দুজন শিশু ও একজন নারী।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ ও সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ সত্যতা স্বীকার করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি- হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাস ও থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।