১০ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচল স্বাভাবিক
চাঁদপুর প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:০০
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
অতিরিক্ত কুয়াশা পড়ায় বৃহস্পতিবার রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তবে কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল ৯টায় ফেরি পারাপার স্বাভাবিক হয়।
চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেরি পারাপার বন্ধ হয় এই নৌ রুটে। ৩টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
এছাড়া অপর একটি ফেরি চাঁদপুর হরিনা ফেরিঘাটে অবস্থান করে। শুক্রবার সকাল ৯টা থেকে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা সাড়ে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন দুই পাড়ে অবস্থান করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চাঁদপুর প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:০০

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
অতিরিক্ত কুয়াশা পড়ায় বৃহস্পতিবার রাত ১১টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তবে কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল ৯টায় ফেরি পারাপার স্বাভাবিক হয়।
চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেরি পারাপার বন্ধ হয় এই নৌ রুটে। ৩টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
এছাড়া অপর একটি ফেরি চাঁদপুর হরিনা ফেরিঘাটে অবস্থান করে। শুক্রবার সকাল ৯টা থেকে আবারো ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা সাড়ে পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন দুই পাড়ে অবস্থান করছে।
শেয়ার করুন