আ’লীগ অফিসে আগুন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ওসি
সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম) | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৮
সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর (ভূঞাপাড়া) আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়াসী আজাদ বলেন, “খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।”
আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, “বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমাদের নির্বাচনী অফিসের অনেক সরঞ্জামাদি পুড়ে যায়। পরে তারা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করে।”
এবিষয়ে জানতে বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে তার ব্যক্তিগত সহকারী ফোন ধরে বলেন, ইসহাক চৌধুরী পরে যোগাযোগ করবেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “কারা আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন দেয় তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম) | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৮

সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর (ভূঞাপাড়া) আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়াসী আজাদ বলেন, “খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।”
আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, “বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা শেখ রাসেল স্মৃতি সংসদের সামনে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমাদের নির্বাচনী অফিসের অনেক সরঞ্জামাদি পুড়ে যায়। পরে তারা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করে।”
এবিষয়ে জানতে বিএনপির প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে তার ব্যক্তিগত সহকারী ফোন ধরে বলেন, ইসহাক চৌধুরী পরে যোগাযোগ করবেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “কারা আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন দেয় তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”