যশোর-২ আসনের ধানের শীষ প্রার্থী কারাগারে
যশোর প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৩
শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। ছবি: দেশ রূপান্তর
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করেছিল পুলিশ।
আবু সাঈদের ছেলে হাবিব কায়সার জানান, তার বাবার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। একারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদালত থেকে বেলা সাড়ে ১২টার দিকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আবু সাঈদকে আটকের পর প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তার ছেলে হাবিব কায়সার বলেন, আগের দিন ২০ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ৮/১০জন হেলমেট পরা সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা করে। তারা বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর করে ও গুলি ছুড়ে চলে যায়।
তিনি আরও জানান, তার বাবা আজ (শুক্রবার) সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন। সে লক্ষ্যে তিনি একটি লিখিত বক্তব্যও তৈরি করেছিলেন। কিন্তু তার আগেই সকাল ১০টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
যশোর প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৩

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করেছিল পুলিশ।
আবু সাঈদের ছেলে হাবিব কায়সার জানান, তার বাবার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। একারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদালত থেকে বেলা সাড়ে ১২টার দিকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আবু সাঈদকে আটকের পর প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তার ছেলে হাবিব কায়সার বলেন, আগের দিন ২০ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ৮/১০জন হেলমেট পরা সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা করে। তারা বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর করে ও গুলি ছুড়ে চলে যায়।
তিনি আরও জানান, তার বাবা আজ (শুক্রবার) সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিলেন। সে লক্ষ্যে তিনি একটি লিখিত বক্তব্যও তৈরি করেছিলেন। কিন্তু তার আগেই সকাল ১০টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে।