বাসের জন্য অপেক্ষাই কাল হলো স্কুলশিক্ষক মোদাচ্ছেরের
বাগেরহাট প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৯
বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় মোদাচ্ছের হোসেন (৫৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারের স্টিল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বিক্ষোভ করে এবং বাসে ভাঙচুর চালায়। এ সময় চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়।
নিহত শেখ মোদাচ্ছের হোসেন জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ শেখের ছেলে।
নিহতের ভাতিজা মোস্তফা শেখ বলেন, “প্রতিদিনের মতো শেখ মোদাচ্ছের হোসেন বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হন। তিনি ফতেপুর বাজারের স্টিল ব্রিজের কাছে পৌঁছে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই যাত্রীবাহী বাসটি মোদাচ্ছের হোসেনকে চাপা দিয়ে পরপর তিনটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে।”
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে যাত্রী বাসটি যাচ্ছিল। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারের স্টিল ব্রিজে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলশিক্ষক মোদাচ্ছেরকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন, “ফতেপুর বাজারের স্টিল ব্রিজের নির্মাণকাজ চলায় বিকল্প সড়ক দিয়ে বাসটি পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বলেন, “মোদাচ্ছের হোসেনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
এর আগে গত বৃহস্পতিবার রাতে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যশোরদি এলাকায় একটি যাত্রীবাহী বাস পথচারীদের চাপা দিলে আওয়ামী লীগ নেতাসহ দু’জন নিহত ও ১০ জন আহত হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
বাগেরহাট প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৯

বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় মোদাচ্ছের হোসেন (৫৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারের স্টিল ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বিক্ষোভ করে এবং বাসে ভাঙচুর চালায়। এ সময় চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়।
নিহত শেখ মোদাচ্ছের হোসেন জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ শেখের ছেলে।
নিহতের ভাতিজা মোস্তফা শেখ বলেন, “প্রতিদিনের মতো শেখ মোদাচ্ছের হোসেন বাড়ি থেকে বেরিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হন। তিনি ফতেপুর বাজারের স্টিল ব্রিজের কাছে পৌঁছে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ওই যাত্রীবাহী বাসটি মোদাচ্ছের হোসেনকে চাপা দিয়ে পরপর তিনটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে।”
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে যাত্রী বাসটি যাচ্ছিল। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বাজারের স্টিল ব্রিজে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলশিক্ষক মোদাচ্ছেরকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার বলেন, “ফতেপুর বাজারের স্টিল ব্রিজের নির্মাণকাজ চলায় বিকল্প সড়ক দিয়ে বাসটি পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বলেন, “মোদাচ্ছের হোসেনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
এর আগে গত বৃহস্পতিবার রাতে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যশোরদি এলাকায় একটি যাত্রীবাহী বাস পথচারীদের চাপা দিলে আওয়ামী লীগ নেতাসহ দু’জন নিহত ও ১০ জন আহত হন।