নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর, মামলার আসামি ৫০
পটুয়াখালী প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতেই নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন।
মামলায় আলম হাওলাদারকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ আরো প্রায় ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আটকরা হলেন- মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকসেদ হাওলাদার ও মাসুম খান।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহিদ মাতুব্বর বলেন, “মামলার সকল আসামিই বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। নির্বাচন সামনে রেখে এলাকায় বিএনপিকে নেতাকর্মী শূন্য করার উদ্দেশ্যে তারা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে মামলা করেছে।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ বলেন, “রাতেই হামলার খবর শুনে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পটুয়াখালী প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতেই নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন।
মামলায় আলম হাওলাদারকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ আরো প্রায় ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আটকরা হলেন- মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকসেদ হাওলাদার ও মাসুম খান।
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহিদ মাতুব্বর বলেন, “মামলার সকল আসামিই বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। নির্বাচন সামনে রেখে এলাকায় বিএনপিকে নেতাকর্মী শূন্য করার উদ্দেশ্যে তারা নিজেরাই এমন ঘটনা ঘটিয়ে মামলা করেছে।”
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ বলেন, “রাতেই হামলার খবর শুনে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”