চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ড
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১
চট্টগ্রামের আনোয়ারায় আগুনে তিনটি দোকান ও ১০টি জাল ঘর পুড়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার গহিরা উঠান মাঝির ঘাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
রফিক নামে এক দোকান মালিক দেশ রূপান্তরকে জানান, গহিরা উঠান মাঝির ঘাটের একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভোরে আগুনের সূত্রাপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি দোকানসহ ১৩টি জাল মজুদ রাখার ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে তিনটি দোকান ও ১০টি জাল ঘর পুড়ে গেছে। শনিবার ভোর রাতে উপজেলার গহিরা উঠান মাঝির ঘাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
রফিক নামে এক দোকান মালিক দেশ রূপান্তরকে জানান, গহিরা উঠান মাঝির ঘাটের একটি দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভোরে আগুনের সূত্রাপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি দোকানসহ ১৩টি জাল মজুদ রাখার ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন